leadT1ad

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন, ট্রেন চলাচলে বিঘ্ন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভাতশালা রেলওয়ে স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি কিছুক্ষণের জন্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেললাইনে আগুন দেয়। তারা টায়ার জ্বালিয়ে লাইনের ওপর ফেলে ট্রেনে চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এতে করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

কিছুক্ষণ পরই ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

এর আগে গত বুধবার (১২ নভেম্বর) মধ্যরাতেও সদর উপজেলার দুবলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে আগুন দেয় দুর্বৃত্তরা।

Ad 300x250

সম্পর্কিত