leadT1ad

শনাক্ত হলেও লাশ না দেওয়ার অভিযোগ স্বজনের, প্রক্রিয়া সম্পন্নের অপেক্ষায় পুলিশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৫: ২৩
শনাক্ত হলেও লাশ না দেওয়ার অভিযোগ করছেন স্বজনেরা। স্ট্রিম ছবি

মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত স্বজনদের শনাক্ত করলেও লাশ বাড়ি নিয়ে যেতে পারেননি অভিযোগ করেছেন কয়েকজনের স্বজন। তবে পুলিশ বলছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই প্রকৃত দাবিদার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেখানে অনেকেই অপেক্ষা করছেন থানা পুলিশের অপেক্ষায়। তবে তাদের আসতে দেরি হওয়ায় ক্ষোভও প্রকাশ করেছেন কেউ কেউ।

গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন আসমা আক্তার। খবর পেয়ে নেত্রকোণা থেকে এসেছেন তাঁর মা ফরিদা বেগম। গত রাতে ঢামেকের মর্গে নিজের মেয়ের লাশ শনাক্ত করতে পারলেও এখনো বাড়ি নিয়ে যেতে পারেননি দাবি করে তিনি স্ট্রিমকে বলেন, ‘সবগুলো লাশ দেখে আমার মাইয়ারে আমি চিনতে পারছি। কিন্তু আমার মাইয়াডারে ওরা দিতেছে না। কইতেছে, পুলিশ আওন লাগবো। আমরা সকাল থাইকা পুলিশের অপেক্ষায় বসে আছি। পুলিশ তো আর আসে না।’

অগ্নিকাণ্ডে মারা যাওয়া আরেকজন ফারজানা আক্তার। গত রাতে তার লাশও শনাক্ত করেছে তাঁর পরিবার। তবে, এখনো লাশ নিয়ে যেতে পারেননি। ফারজানার বাবা রতন মিয়া স্ট্রিমকে বলেন, ‘গত রাইতে আমরা হাসপাতালে আসি। রাত ১২টার দিকে মেয়ের লাশ শনাক্ত করি। লাশ নিয়ে যেতে চাইলে আজ সকালে আসতে বলে, পুলিশ এসে নাকি লাশ দিবে। আমরা পুলিশের অপেক্ষায় বসে আছি।’

ফারজানার চাচা জামাল মিয়া স্ট্রিমকে বলেন, ‘গত রাতে আমাদের বলা হইছে, সকাল ১০টায় আসতে। রূপনগর থানার পুলিশ এসে আমাদের লাশ বুঝিয়ে দিবেন। আমরা ১০টা থেকে বসে আছি। এখন বারোটা বাজে, এখনো পুলিশ আসে নাই।’

লাশ কীভাবে শনাক্ত করেছেন জানতে চাইলে জামাল বলেন, ‘ফারজানার শরীর পুড়ে নাই। চুল আর ঠোঁটগুলা একটু পুড়ছে। বাকি শরীর ঠিক আছে। তারে দেখেই আমরা চিনতে পারছি।’

আগুনে পুড়ে যাওয়া মরদেহ হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্ট্রিমকে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আগুনে পোড়া মরদেহ হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দাবিদার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে যা যা করণীয় সবই করছে পুলিশ।

Ad 300x250

সম্পর্কিত