leadT1ad

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা থেকে বাদ পড়লেন তন্ময়

স্ট্রিম প্রতিবেদকঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৯: ৪৩
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর কার্যকরী সদস্য পদ থেকে মনোনয়ন নিয়েছিলেন জয়েন উদ্দীন সরকার তন্ময়। কিন্তু জোটের নির্বাচনী প্রচারণার পোস্টার থেকে তাঁর নাম ও ছবি সরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, প্যানেল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে তন্ময়ের একটি পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়। এই পোস্টে তিনি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে দেশদ্রোহী এবং পাকিস্তানি ফ্লাইট লেফটেন্যান্ট রশিদ মিনহাজকে জাতীয় বীর হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন। ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

শুক্রবার রাতে থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে নির্বাচনী প্রচারণার পোস্টার থেকে তন্ময়ের নাম ও ছবি সরিয়ে দেওয়া হয়।

এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য প্যানেলটির ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

এ ব্যাপারে গণমাধ্যমে জয়েন উদ্দীন আহমেদ তন্ময় বলেন, ‘এটি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা।’

Ad 300x250

৩৪ বছর পর চাকসু নির্বাচনের তফসিল আসছে বৃহস্পতিবার

৭১ ইস্যুতে ইসহাক দারের মন্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

'ভেজাল লাগাইয়া দিয়া যেভাবে নির্লিপ্ত আছেন, এটা আপনাকে সেভ করবে না'

জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নির্বাচন কমিশন একটি দলের পার্টি অফিসে পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

সম্পর্কিত