leadT1ad

বাংলা ভাষার প্রথম এআই প্ল্যাটফর্ম ‘কাগজ’ ও নতুন ফন্ট ‘জুলাই’ চালু

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ২৩: ১১
বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ ও দাপ্তরিক কাজের উপযোগী নতুন বাংলা ফন্ট ‘জুলাই’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সংগৃহীত ছবি

বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ ও দাপ্তরিক কাজের উপযোগী নতুন বাংলা ফন্ট ‘জুলাই’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি এপিআই উন্মুক্ত করে দিয়ে বাংলা ভাষাকে সবার জন্য সহজলভ্য করা হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিপন্নপ্রায় ভাষাগুলোকেও সাইবার স্পেসে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে এই নতুন প্রযুক্তিগত সেবা দুটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বাংলা ভাষাকে সবার জন্য উন্মুক্ত করে দিতে এর এপিআই উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। সাইবার সুরক্ষা নিশ্চিত করে সোর্স কোডও উন্মুক্ত করা হবে।’ তিনি আরও বলেন, ‘ভাষার স্থানীয় সাংস্কৃতিক ধারা অক্ষুণ্ন রাখতে অচিরেই প্রতিটি নৃগোষ্ঠীর ভাষার ১০ হাজার ওরাল মিনিট সংগ্রহ করা হবে।’

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, গত দুই সপ্তাহে প্রায় ৪ হাজার মানুষ পরীক্ষামূলকভাবে ‘কাগজ’ প্ল্যাটফর্মটি ব্যবহার করেছেন এবং অত্যন্ত ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। ব্যবহারকারীদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘যত বেশি ব্যবহারকারী বাড়বে, তত বেশি সমস্যা চিহ্নিত হবে। ফলে সফটওয়্যারটির উন্নয়ন দ্রুততর হবে।’

‘কাগজ’ ও ‘জুলাই’ কী

অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষার জন্য তৈরি প্রথম পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম। এটি ব্যবহার করে বাংলা লেখালেখি, দাপ্তরিক নথি প্রস্তুত, ভাষা প্রক্রিয়াকরণ এবং কনটেন্ট তৈরি করা যাবে। সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অন্যদিকে, ‘জুলাই’ নামের নতুন বাংলা ফন্টটি মূলত দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক কাজের উপযোগী করে তৈরি করা হয়েছে। কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে বিদ্যমান নানা সীমাবদ্ধতা দূর করতে এই ফন্টটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এই দুটি সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জহিরুল ইসলাম।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত