leadT1ad

খুলনায় নাতি-নাতনিসহ বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খুলনা

খুলনায় বাড়িতে ঢুকে স্ত্রীর সামনে যুবককে গুলি ও গলা কেটে হত্যা

খুলনায় নাতি-নাতনিসহ এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে পুলিশ নগরের লবণচরা এলাকার একটি বাড়ির এক ঘরে বৃদ্ধা ও পাশের মুরগির ঘর থেকে তাঁর দুই নাতি-নাতনির লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, লবণচরা এলাকার মুক্তা কমিশনারের কালভার্টের পাশ্ববর্তী দরবেশ গলির আব্দুল হান্নানের স্ত্রী মহিদুন্নেছা (৫৫), তাঁর নাতি মুস্তাকিম (৮) ও নাতনি ফাতিহা (৬)।

স্থানীয়রা জানিয়েছেন, শিশুদের মা রুবি আক্তার বাগেরহাটের রামপালে ভূমি অফিসে ও বাবা শিফার আহমেদ খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে চাকরি করেন। শিশু দুটিতে দেখাশোনা করতেন তাদের নানি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, ‘শিশু দুটির মা-বাবা দুজনেই চাকরি করেন। সকালে তারা শিশু দুটিকে নানির কাছে রেখে চাকরিতে যান। সন্ধ্যায় বাড়িতে ফিরে তাদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে নানির মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এরপর ঘরের পাশে মুরগির ঘর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

সানওয়ার হোসাইন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ড সম্পর্কে জানতে চাইলে রাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বিস্তারিত এখনই বলা সম্ভব হচ্ছে না। নিহত তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুপুরের পর ইট বা লাঠির আঘাতে তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করার চেষ্টা করছি।’

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত