leadT1ad

টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৩৪
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দোকান কর্মচারী আল আমিন বাবু (২২) মারা গেছেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুই ফায়ার সার্ভিস কর্মীসহ তিনজন মারা গেছেন।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত আল আমিন কুড়িগ্রামের রৌমারি উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি টঙ্গী রেলওয়ে কলোনিতে বসবাস করতেন এবং স্থানীয় একটি দোকানে কাজ করতেন। বিস্ফোরণের পর থেকে আল আমিন ঢামেক বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে মারা যান টঙ্গী ফায়ার স্টেশনের দুই ফায়ার ফাইটার—শামীম আহমেদ ও নুরুল হুদা।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে লাগা আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী ও কারখানার একজন কর্মচারী দগ্ধ হন।

Ad 300x250

সম্পর্কিত