leadT1ad

‘লকডাউন’ ঘিরে আমিনবাজারে পুলিশের তল্লাশি, যাত্রীদের মুঠোফোনও দেখা হচ্ছে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৮: ৫২
একজন যাত্রীর মুঠোফোন ঘেটে দেখছেন তল্লাশি চৌকিতে থাকা পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

আগামীকাল ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে ঢাকা জেলা পুলিশ। যানবাহন থামিয়ে যাত্রীদের ব্যাগপত্র পরীক্ষা করা হচ্ছে। কিছু যাত্রীর মুঠোফোনও ঘেটে দেখছেন পুলিশ সদস্যরা।

বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চেকপোস্টে এই তল্লাশি কার্যক্রম চলে।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসানো হয়েছে। রাজধানীমুখী বিভিন্ন গণপরিবহন, মাইক্রোবাস ও প্রাইভেটকার থামিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। যাত্রীদের গন্তব্যসহ ব্যক্তিগত তথ্য জানতে চাইছে পুলিশ।

এসময় যাত্রীদের ব্যাগ তল্লাশির পাশাপাশি মুঠোফোনের গ্যালারি ঘেটে সন্দেহজনক কিছু পাওয়া যায় কি না, তাও দেখা হচ্ছে। তল্লাশি কার্যক্রমের সময় সড়কে যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের লকডাউন কর্মসূচিকে ঘিরে আমিনবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আমাদের টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে। এছাড়াও কেউ যেন কোনোভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাগসহ অন্যান্য মালপত্র তল্লাশি করা হচ্ছে।’

যানবাহনে পুলিশের তল্লাশি কার্যক্রম। ছবি: সংগৃহীত
যানবাহনে পুলিশের তল্লাশি কার্যক্রম। ছবি: সংগৃহীত

চেকপোস্টে যাত্রীদের ব্যক্তিগত মুঠোফোনের গ্যালারি কেন দেখা হচ্ছে—এ প্রশ্নে নামপ্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘দেখেন অনেকেই আত্মগোপনে থাকে। আবার অনেকে নাশকতা সৃষ্টি করতে চায়। সেজন্য আমরা মোবাইল, ব্যাগ বা তার সঙ্গে থাকা অন্য কিছু চেক করে দেখার চেষ্টা করি— সেখানে নাশকতার কোনো উপকরণ আছে কিনা।’

ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘এ ক্ষেত্রে আমরা তাদের অনুমতি নিয়ে তল্লাশি করছি। যদি আপত্তি থাকে সেই ক্ষেত্রে এটি করা হয় না।’

তবে চেকপোস্টে যাত্রীদের কাছ থেকে অনুমতি না নিয়েই মুঠোফোন পরীক্ষা করতে দেখা গেছে পুলিশকে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আগামীকাল ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত