leadT1ad

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর সঙ্গে দুজনের বেশি নয়

বিদায় বা স্বাগত জানানোর সময় যাত্রীর সঙ্গে এখন থেকে সর্বোচ্চ দুজন সঙ্গী থাকতে পারবেন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১৬: ০৪
সংগৃহীত ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ করেছে কর্তৃপক্ষ। বিদায় বা স্বাগত জানানোর সময় যাত্রীর সঙ্গে এখন থেকে সর্বোচ্চ দুজন সঙ্গী থাকতে পারবেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

যাত্রী চলাচল নির্বিঘ্ন, যানজট এড়ানো ও নিরাপত্তা জোরদারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত নতুন এ বিধিমালা আগামী রোববার থেকে কার্যকর হবে। একজন যাত্রীর জন্য সর্বোচ্চ দুজন প্রস্থান ড্রাইভওয়ে ও আগমন ক্যানোপি এলাকায় প্রবেশ করে বিদায় বা অভ্যর্থনা জানাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা মেনে চলতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে। বিমানবন্দরে নিরাপদ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করার স্বার্থে যাত্রী ও তাদের সঙ্গীদের নতুন নির্দেশনা মেনে চলার আহ্বানও জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিষয়:

বিমান
Ad 300x250

সম্পর্কিত