স্ট্রিম ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। আজ শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাহিদ লেখেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে তাঁর ভূমিকা ও ত্যাগ স্বীকার করি, কিন্তু তাঁর শাসনামলে “জাতীয় ট্রাজেডির” কথাও মনে রাখি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ভারতের একধরনের উপনিবেশে পরিণত হয়, ১৯৭২ সালে জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়ার মাধ্যমে লুটপাট, রাজনৈতিক হত্যা ও এক-দলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়।’
নাহিদ ইসলাম আরও লিখেছেন, আওয়ামী লীগের “ফ্যাসিস্ট রাজনীতির” অন্তরালে ‘মুজিব পূজা ও মুক্তিযুদ্ধপূজা’ করা হয়। এই রাজনৈতিক মতাদর্শের মধ্য দিয়ে জনগণের ওপর নিপীড়ন চালিয়ে নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ভাগ করা হয়।
নাহিদ আরও লিখেন, ‘এটি নামে গণতন্ত্র হলেও আধুনিক জমিদারির চেয়ে কম কিছু ছিল না।’
নাহিদ ইসলাম দাবি করেন, ২০২৪ সালের ‘জনগণের বিদ্রোহ’ এই ‘জমিদারতন্ত্র’ ভেঙে দিয়েছে এবং ভবিষ্যতে কোনো ব্যক্তি, পরিবার বা মতাদর্শকে আর কখনো নাগরিকদের অধিকার হরণ বা ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। তার মতে, ‘জাতির পিতা’ আসলে কোনো ইতিহাস নয়, বরং এটি আওয়ামী লীগের বানানো একটি ফ্যাসিবাদী হাতিয়ার, যা দিয়ে জনগণকে চুপ করিয়ে রেখে রাষ্ট্রকে একচেটিয়া (আওয়ামী লীগের জন্য) একচ্ছত্র আধিপত্য দেয়।
নাহিদের ভাষায়, ‘“মুজিববাদ” একটি জীবন্ত বিপদ। এটিকে পরাজিত করার জন্য রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য একটি সম-অধিকারভিত্তিক প্রজাতন্ত্র, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। যেখানে কোনো দল, বংশ বা নেতা জনগণের ঊর্ধ্বে থাকবেন না। বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি গণপ্রজাতন্ত্র।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। আজ শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাহিদ লেখেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির জনক নন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে তাঁর ভূমিকা ও ত্যাগ স্বীকার করি, কিন্তু তাঁর শাসনামলে “জাতীয় ট্রাজেডির” কথাও মনে রাখি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ ভারতের একধরনের উপনিবেশে পরিণত হয়, ১৯৭২ সালে জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়ার মাধ্যমে লুটপাট, রাজনৈতিক হত্যা ও এক-দলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়।’
নাহিদ ইসলাম আরও লিখেছেন, আওয়ামী লীগের “ফ্যাসিস্ট রাজনীতির” অন্তরালে ‘মুজিব পূজা ও মুক্তিযুদ্ধপূজা’ করা হয়। এই রাজনৈতিক মতাদর্শের মধ্য দিয়ে জনগণের ওপর নিপীড়ন চালিয়ে নাগরিকদের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ভাগ করা হয়।
নাহিদ আরও লিখেন, ‘এটি নামে গণতন্ত্র হলেও আধুনিক জমিদারির চেয়ে কম কিছু ছিল না।’
নাহিদ ইসলাম দাবি করেন, ২০২৪ সালের ‘জনগণের বিদ্রোহ’ এই ‘জমিদারতন্ত্র’ ভেঙে দিয়েছে এবং ভবিষ্যতে কোনো ব্যক্তি, পরিবার বা মতাদর্শকে আর কখনো নাগরিকদের অধিকার হরণ বা ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। তার মতে, ‘জাতির পিতা’ আসলে কোনো ইতিহাস নয়, বরং এটি আওয়ামী লীগের বানানো একটি ফ্যাসিবাদী হাতিয়ার, যা দিয়ে জনগণকে চুপ করিয়ে রেখে রাষ্ট্রকে একচেটিয়া (আওয়ামী লীগের জন্য) একচ্ছত্র আধিপত্য দেয়।
নাহিদের ভাষায়, ‘“মুজিববাদ” একটি জীবন্ত বিপদ। এটিকে পরাজিত করার জন্য রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের লক্ষ্য একটি সম-অধিকারভিত্তিক প্রজাতন্ত্র, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়া। যেখানে কোনো দল, বংশ বা নেতা জনগণের ঊর্ধ্বে থাকবেন না। বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি গণপ্রজাতন্ত্র।’

জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের চূড়ান্ত দিনে রাজধানীর চানখারপুলে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।
৬ ঘণ্টা আগে
ধান উৎপাদনে কৃষকের সহায়তার জন্য নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি উদ্ভাবনের কাজ করে চলেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। কৃষিকাজকে একটি সম্মানজনক এবং আরামদায়ক পেশায় রূপান্তর করার লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্রিত কৃষিযন্ত্র আবিষ্কারে ব্রি কাজ করছে বলে জানিয়েছেন এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা।
৭ ঘণ্টা আগে
চাকরির গ্রেড উন্নীতের দাবি পূরণে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন না হওয়ায় দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন সহকারী শিক্ষকেরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর কড়াইল বস্তিতে আগুনে পুড়েছে দেড় হাজারের বেশি ঘর। এতে আশ্রয়হীন হয়ে পড়া পরিবারগুলো ছোট সন্তান নিয়ে মাথা গোঁজার ঠাঁই খুঁজছে বস্তির অন্য অংশে। কিন্তু বিধি বাম। ঘরপোড়া মানুষের অসহায়ত্বের সুযোগে বস্তির বাড়িওয়ালারা খালি কক্ষগুলোর ভাড়া বাড়িয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে