leadT1ad

সোনার বাংলা সার্কাসের ‘হায়েনা এক্সপ্রেস’ অ্যালবামের শেষ একক কনসার্ট

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
স্ট্রিম গ্রাফিক

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’ আগামী ১৭ অক্টোবর আয়োজন করছে তাদের একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’। কনসার্টটি অনুষ্ঠিত হবে ঢাকার দ্য রাশিয়ান হাউজে (সাবেক রাশিয়ান কালচারাল সেন্টার)। এই পারফরম্যান্সের মাধ্যমে শেষ হবে ব্যান্ডটির অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’-কে ঘিরে চলমান একক কনসার্ট সিরিজ।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই তারা নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’ প্রকাশ করবে। নতুন অ্যালবাম প্রকাশের পর সেই গানগুলো নিয়ে সারা দেশে একক কনসার্টের আয়োজন করবে ব্যান্ডটি।

‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ কনসার্টটি মূলত ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডের জনপ্রিয় অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’–এর পূর্ণাঙ্গ লাইভ পারফরম্যান্স। গত চার বছরে ঢাকায় তিনবারসহ খুলনা ছাড়া দেশের সব বিভাগীয় শহরে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ শিরোনামে একক কনসার্ট করেছে ব্যান্ডটি।

ব্যান্ডের ভোকাল, গিটারিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন স্ট্রিমকে বলেন, ‘এটাই আমাদের প্রথম অ্যালবামের শেষ সলো কনসার্ট। আমরা নিজেরা এই সিরিজ একক কনসার্টের আয়োজন করি। সার্কাসিয়ানরা অপেক্ষা করে এটার জন্য। আসলে কোনো ব্যান্ডকে ঠিকভাবে বোঝার উপায় হলো তাদের অ্যালবাম ও একক কনসার্ট। বড় লাইনআপের কনসার্টে সময়ের সীমাবদ্ধতার কারণে ভক্তরা অনেক সময় অতৃপ্ত থাকেন। তাই আমাদের একক কনসার্টের আয়োজন, যেখানে আমরা ধীরস্থিরভাবে প্রতিটি গান দর্শক-শ্রোতার সামনে তুলে ধরতে পারি।’

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের সব টিকিট বিক্রি ইতিমধ্যে শেষ হয়েছে। এই আয়োজনে অ্যালবামের ৯টি গান ছাড়াও নতুন অ্যালবামের গানও পরিবেশন করা হতে পারে। ব্যান্ডের সদস্যরা বর্তমানে প্র্যাকটিস প্যাডে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।

প্রায় তিন ঘণ্টাব্যাপী এই কনসার্ট শুরু হবে সন্ধ্যা ছয়টায়। সংগীত পরিবেশনার পাশাপাশি থাকছে কবিতা পাঠ, জোকারদের পারফর্মিং আর্ট এবং বিশেষ লাইট ডিজাইন ও ভিডিও প্রজেকশন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি প্রকাশিত হয় সোনার বাংলা সার্কাসের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’র মতো গান ব্যান্ডটিকে তরুণদের মধ্যে জনপ্রিয়তা এনে দেয়। ইতিমধ্যে তারা দেশ-বিদেশে দুই শর বেশি কনসার্টে পারফর্ম করেছে।

Ad 300x250

সম্পর্কিত