.png)

স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কভিত্তিক মায়ের্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামোর আওতায় এই চুক্তির মাধ্যমে কোম্পানিটি টার্মিনালটির নকশা, অর্থায়ন, নির্মাণ ও পরবর্তী ৩০ বছর পরিচালনার দায়িত্ব পেয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এপিএম টার্মিনালস বিভি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট মার্টেইন ভ্যান ডোঙ্গেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এই বিনিয়োগ দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বয়ে আনবে। প্রকল্পটি সম্পন্ন হলে দেশের অনেক শিক্ষিত তরুণ চাকরির সুযোগ পাবেন।’
নৌপরিবহন উপদেষ্টা অন্যান্য দেশকেও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশের পরিশ্রমী জনগোষ্ঠীর কারণে, দেশটি সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে।’ উপদেষ্টা আরও জানান, চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর কাজও চলছে এবং সেখানেও বিনিয়োগ আসছে।
অনুষ্ঠানে জানানো হয়, লালদিয়া টার্মিনালটি ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গান্ডলোস হ্যানসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির মধ্যে উঠে আসবে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ইতোমধ্যেই বিশ্বে দ্বিতীয় বৃহত্তম এবং অন্য খাতেও দেশটির বিপুল সম্ভাবনা দৃশ্যমান।’
এক ভিডিও বার্তায় ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার শুরুর দিকেই ডেনমার্ক সম্পর্ক গড়ে তোলে এবং গত পাঁচ দশকে দুই দেশের উন্নয়ন সহযোগিতা সফলভাবে এগিয়েছে। আজ আমাদের সম্পর্ক সহায়তা থেকে ব্যবসায় রূপ নিয়েছে।’
অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) স্পষ্ট করে জানায়, টার্মিনালের মালিকানা সিপিএর কাছেই থাকবে। এপিএম টার্মিনালস ও তাদের স্থানীয় অংশীদার শুধু নির্মাণ, পরিচালনা ও নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।
পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।

চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কভিত্তিক মায়ের্স্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কাঠামোর আওতায় এই চুক্তির মাধ্যমে কোম্পানিটি টার্মিনালটির নকশা, অর্থায়ন, নির্মাণ ও পরবর্তী ৩০ বছর পরিচালনার দায়িত্ব পেয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এপিএম টার্মিনালস বিভি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন এপিএম টার্মিনালসের ভাইস প্রেসিডেন্ট মার্টেইন ভ্যান ডোঙ্গেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এই বিনিয়োগ দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বয়ে আনবে। প্রকল্পটি সম্পন্ন হলে দেশের অনেক শিক্ষিত তরুণ চাকরির সুযোগ পাবেন।’
নৌপরিবহন উপদেষ্টা অন্যান্য দেশকেও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশের পরিশ্রমী জনগোষ্ঠীর কারণে, দেশটি সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগ গন্তব্যে পরিণত হয়েছে।’ উপদেষ্টা আরও জানান, চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর কাজও চলছে এবং সেখানেও বিনিয়োগ আসছে।
অনুষ্ঠানে জানানো হয়, লালদিয়া টার্মিনালটি ২০২৮ থেকে ২০৩০ সালের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক স্টেট সেক্রেটারি লিনা গান্ডলোস হ্যানসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির মধ্যে উঠে আসবে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ইতোমধ্যেই বিশ্বে দ্বিতীয় বৃহত্তম এবং অন্য খাতেও দেশটির বিপুল সম্ভাবনা দৃশ্যমান।’
এক ভিডিও বার্তায় ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার শুরুর দিকেই ডেনমার্ক সম্পর্ক গড়ে তোলে এবং গত পাঁচ দশকে দুই দেশের উন্নয়ন সহযোগিতা সফলভাবে এগিয়েছে। আজ আমাদের সম্পর্ক সহায়তা থেকে ব্যবসায় রূপ নিয়েছে।’
অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) স্পষ্ট করে জানায়, টার্মিনালের মালিকানা সিপিএর কাছেই থাকবে। এপিএম টার্মিনালস ও তাদের স্থানীয় অংশীদার শুধু নির্মাণ, পরিচালনা ও নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।
পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার।
.png)

স্বর্ণ ও হীরা চোরাচালানের মাধ্যমে ৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৮ মিনিট আগে
জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত ও পলাতক আসামিদের বক্তব্য বিশেষ করে শেখ হাসিনার বিবৃতি, প্রচারে বিরত থাকতে দেশের সব গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। শেখ হাসিনার বক্তব্য প্রচার কেন অপরাধ, তার ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহ
৩৩ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বৈষম্যবিরোধী আন্দোলনের থেকে কেন্দ্রীভূত এই গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন ছাত্রনেতারা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ থেকে ট্রাকে করে পোড়া ভোজ্য তেল নিয়ে যাওয়ার পথে একটি ড্রাম ফেটে সড়কের প্রায় ৩০০-৪০০ মিটার ভিজে যায়। আর এতে পিচ্ছিল হয়ে পড়া সড়কে চাকা পিছলে অন্তত ২০ থেকে ২৫টির মতো মোটরসাইকেল পড়ে যায়। এতে অন্তত ১০ থেকে ১৫ জন মোটরসাইকেল আরোহী আহত হন।
২ ঘণ্টা আগে