leadT1ad

খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ২০

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যাওয়া শান্তি পরিবহনের বাস। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার আলুটিলা সাপমারা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে বাসটি উল্টে পড়ে। বাসটি রাঙামাটির বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রামগামী ছিল বলে জানিয়েছে পুলিশ।

বাস উল্টে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্য ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে অন্তত ছয়জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছেন মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমা (১৮)।

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মো. সাহিদুল ইসলাম বলেন, ‘বাসটি রাঙ্গামাটির বাঘাইহাট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৩–১৪ জন গুরুতর আহত হয়েছেন। প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। উল্টে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হয়েছে।’

Ad 300x250

সম্পর্কিত