স্ট্রিম সংবাদদাতা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার আলুটিলা সাপমারা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে বাসটি উল্টে পড়ে। বাসটি রাঙামাটির বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রামগামী ছিল বলে জানিয়েছে পুলিশ।
বাস উল্টে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্য ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে অন্তত ছয়জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছেন মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমা (১৮)।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মো. সাহিদুল ইসলাম বলেন, ‘বাসটি রাঙ্গামাটির বাঘাইহাট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৩–১৪ জন গুরুতর আহত হয়েছেন। প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। উল্টে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হয়েছে।’
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার আলুটিলা সাপমারা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে বাসটি উল্টে পড়ে। বাসটি রাঙামাটির বাঘাইছড়ি থেকে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রামগামী ছিল বলে জানিয়েছে পুলিশ।
বাস উল্টে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্য ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতাল ও মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
খাগড়াছড়ি সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে অন্তত ছয়জন চিকিৎসা নিয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছেন মো. রাইদুল ইসলাম (৩০), মো. আতাউর রহমান (৬১), শাহানা বেগম (৫০), সুপর্ণা চাকমা (৩), রেহানা চাকমা (৩০) ও মনি চাকমা (১৮)।
খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের লাইন নিয়ন্ত্রক মো. সাহিদুল ইসলাম বলেন, ‘বাসটি রাঙ্গামাটির বাঘাইহাট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১৩–১৪ জন গুরুতর আহত হয়েছেন। প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। উল্টে যাওয়া বাসটি সরিয়ে নেওয়া হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য একাধিকবার সতর্কতা জারি করা হয়েছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
১ ঘণ্টা আগে২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে সনদে বলা হয়েছে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, যে পরিবর্তন এসেছে তা ওই গণঅভ্যুত্থানের ফলে সম্ভব হয়েছে। জুলাই সনদকে গণঅভুত্থানের দ্বিতীয় অংশ উল্লেখ করে তিনি বলেন, আমরা আজকে যে কাজটা করলাম, এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে। সেটা দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে।
১৪ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদ হাতে না পাওয়া এবং স্বাধীনতার ঘোষণাপত্র (প্রক্লেমেশন অব ইনডিপেনডেন্টস) থাকা না থাকা নিয়ে অনিশ্চয়তার কারণে সনদে স্বাক্ষর করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম। তবে অনিশ্চয়তা দূর হওয়ায় দলটি পরে জুলাই সনদে স্বাক্ষর করবে বলে নিশ্চিত করেছে।
১৫ ঘণ্টা আগে