leadT1ad

সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় বিএনপির বহিষ্কৃত নেতা সাহাব উদ্দিন গ্রেফতার

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ২৬
গ্রেফতার সাহাব উদ্দিন

সিলেটের বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূলহোতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে সিলেট কোতোয়ালী থানাধীন কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তী সময়ে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট দায়ের হওয়া এক মামলায় সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। কোম্পানিগঞ্জের সাদাপাথর এলাকায় পাথর লুটের ঘটনায় গত ১১ আগস্ট সাহাব উদ্দিনের উপজেলা সভাপতি পদটি স্থগিত করেছে বিএনপি। তার বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতয়ালি থানায় সাতটি মামলা রয়েছে।

সাহাব উদ্দিনকে সিলেট কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় র‌্যাব।

Ad 300x250

সম্পর্কিত