leadT1ad

আশুলিয়ায় গুলির শব্দে আতঙ্ক, অভিনেতা এ আর মন্টুর বাড়ি থেকে অস্ত্র-মাদক উদ্ধার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২২: ৩১
সাভারের আশুলিয়ায় থেকে অভিনেতা মন্টুর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় গত রাতে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যৌথ বাহিনীর অভিযানে অভিনেতা এ আর মন্টুর বাড়ি থেকে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় মন্টুর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে যৌথ বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। পরে অভিনেতা এ আর মন্টুর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, চারটি দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা বড়ি, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার দেশীয় মদ ও তিনটি ওয়াকিটকি জব্দ করা হয়।

এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অভিনেতা এ আর মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুন (২৪), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২২)। আজ শুক্রবার (৩১ অক্টোবর) তাঁদের কারাগারে পাঠায় আদালত।

অস্ত্রসহ গ্রেপ্তার আরও তিন

এদিকে, আশুলিয়ার কান্দাইল এলাকায় চালানো আরেকটি অভিযানে একটি বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—রাজশাহীর জামিরা হাটপাড়া এলাকার নাঈম আলী (২৮), আশুলিয়ার কান্দাইল এলাকার বাবর হোসেন বাবুল (৪৫) ও বগুড়ার ফুলবাড়ি এলাকার মো. গোলাম রাব্বি (১৮)।

যৌথ বাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ অস্ত্র দেখিয়ে কান্দাইলের রাজাবাজার মার্কেট এলাকায় একটি চক্র প্রভাব বিস্তার করছিল—এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশীয় অস্ত্র এবং ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় দুটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে পরবর্তী কোনো আদেশ আমরা এখনো পাইনি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Ad 300x250

সম্পর্কিত