leadT1ad

রাজবাড়ীতে স্কুলছাত্রীকে তুলে নেওয়ার হুমকি, বাধা দেওয়ায় মায়ের মাথা ফাটালেন বখাটে

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, তার মেয়ে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত তরিকুল। এমনকি বাড়িতে এসে তাকে জোড় করে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিয়ে আসছিল। বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিদের নিয়ে কয়েকবার বসার পরেও তরিকুল কাউকে পরোয়া করত না।

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাজবাড়ী

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ২০: ১১
প্রতীকী ছবি। স্ট্রিম গ্রাফিক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক স্কুলছাত্রীর বাড়ি গিয়ে তুলে নেওয়ার হুমকির প্রতিবাদ করায় তার মাকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বখাটে। আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে। পরে পালিয়ে যাওয়ার সময় কিশোরীর চাচাকে ব্যাটের আঘাতে আহত করেন অভিযুক্ত তরিকুল শেখ (২৫)।

খবর পেয়ে সোমবার বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের জিয়েলগাড়ী গ্রাম থেকে তরিকুল শেখকে আটক করে বালিয়াকান্দি থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে কিশোরীর পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন বলে সন্ধ্যায় স্ট্রিমকে জানিয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন।

ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ব্যাটের আঘাতে রক্তাক্ত অবস্থায় তার মাকে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা জানান, তার মেয়ে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত তরিকুল। এমনকি বাড়িতে এসে তাকে জোড় করে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিয়ে আসছিল। বিষয়টি এলাকার গণমান্য ব্যক্তিদের নিয়ে কয়েকবার বসার পরেও তরিকুল কাউকে পরোয়া করত না।

স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আজ সকাল ৭টার দিকে আমার বাড়িতে গিয়ে জোর করে মেয়েকে তুলে নিতে হুমকি দেয়। মেয়ের মা একে বাধা দিলে তাঁকে ব্যাট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। পরে আমার ভাইকে ব্যাট দিয়ে আঘাত করে সে পালিয়ে যায়। মেয়ের মাকে রক্তাক্ত অবস্থায় বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘

ভুক্তভোগী স্কুলছাত্রী জানায়, তাকে স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল তরিকুল। তাঁর কারণে স্কুলে যাওয়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সে বলেন, ‘এখন আমার উপায় কী? আজ মায়ের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি বিচার চাই।’

জানতে চাইলে বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে বখাটে তরিকুল শেখকে আটক করেছে। মেয়ের পরিবারের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

Ad 300x250

সম্পর্কিত