leadT1ad

গাজীপুরের সাবেক কমিশনার নাজমুল করিম বরখাস্ত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৫: ১৩
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার নাজমুল করিম খান। সংগৃহীত ছবি

প্রত্যাহারের দুই মাস পর এবার সাময়িক বরখাস্ত হলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার নাজমুল করিম খান। সোমবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খানকে (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহারকৃত) জনস্বার্থে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন; সেহেতু তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৩৯(১) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর জিএমপির কমিশনারের দায়িত্ব থেকে নাজমুল করিম খানকে সরিয়ে দেওয়া হয়েছিল। আদেশে বলা হয়, গাজীপুরের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাকে (নাজমুল করিম) পুলিশ সদর দপ্তর, ঢাকায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হলো।

নাজমুল করিম খান জিএমপি কমিশনার পদে নিয়োগ পান গত বছরের ১১ নভেম্বর। গত ১ মে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হন।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক অভ্যন্তরীণ প্রতিবেদনে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি উঠে এসেছে। সাম্প্রতিক ওই প্রতিবেদনে শহরটির আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘খুবই খারাপ’ বলে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জিএমপিতে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়েছে। দিনের বেলায় এসব ঘটনা ঘটলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নীরব ভূমিকা পালন করছেন। তারা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের কাছ থেকে মোটা অঙ্কের মাসোহারা আদায় করেন।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে উঠে আসে, জিএমপি কমিশনার নাজমুল করিম খান প্রতিদিন ঢাকার গুলশানের বাসা থেকে গাজীপুরে যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দেওয়া হয়। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ করা হয়। আবার কমিশনার ঢাকায় ফেরার সময় একইভাবে গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক একমুখী করে দেওয়া হয়। তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত