leadT1ad

জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১৬: ২৬
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায় ঘোষণাকে ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ সোমবার (১০ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের বিচারব্যবস্থার সর্বোচ্চ স্থান। প্রধান বিচারপতি ও উভয় বিভাগের বিচারপতিরা এখানেই বিচার কার্য পরিচালনা করেন। এ কোর্টে গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলার নথিসহ লাখো মামলার দলিল সংরক্ষিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি জাতীয় ঈদগাহ মাঠ ও প্রধান বিচারপতির প্রবেশপথসংলগ্ন এলাকায় বহিরাগত ও অপরিচিত লোকজনের উপস্থিতি বেড়েছে, যা সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের আশপাশে সতর্কতা জারি করা হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিচারকাজ শেষ হয়েছে। আগামী ১৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত