স্ট্রিম ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, পর্যটন বিশ্বজুড়ে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেও এই শিল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।
জাতিসংঘের পর্যটন সংস্থার এ বছরের প্রতিপাদ্য ‘ট্যুরিজম অ্যান্ড সাসটেইনেবল ট্রান্সফরমেশন’, যার বাংলা ভাবার্থ ‘টেকসই উন্নয়নে পর্যটন’। এই প্রতিপাদ্যকে যথার্থ ও তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, পর্যটনশিল্পের বিকাশের ফলে দেশের পর্যটন অঞ্চলগুলোর সার্বিক উন্নয়ন যেমন ত্বরান্বিত হচ্ছে, তেমনি স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতাও বাড়ছে। বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, স্থাপত্য নিদর্শন, বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা এবং অকৃত্রিম আতিথেয়তা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে পারে।
অন্তর্বর্তী সরকার পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, পর্যটন সম্ভাবনাময় অঞ্চলগুলোর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় সংস্কৃতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সম্পদের সঠিক ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
পর্যটনশিল্পের যথাযথ বিকাশে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে আমি আশা করি, পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনের পাশাপাশি পরিবেশগত অবক্ষয় রোধে সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখবেন।’
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, পর্যটন বিশ্বজুড়ে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেও এই শিল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।
জাতিসংঘের পর্যটন সংস্থার এ বছরের প্রতিপাদ্য ‘ট্যুরিজম অ্যান্ড সাসটেইনেবল ট্রান্সফরমেশন’, যার বাংলা ভাবার্থ ‘টেকসই উন্নয়নে পর্যটন’। এই প্রতিপাদ্যকে যথার্থ ও তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, পর্যটনশিল্পের বিকাশের ফলে দেশের পর্যটন অঞ্চলগুলোর সার্বিক উন্নয়ন যেমন ত্বরান্বিত হচ্ছে, তেমনি স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতনতাও বাড়ছে। বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, স্থাপত্য নিদর্শন, বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা এবং অকৃত্রিম আতিথেয়তা দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে পারে।
অন্তর্বর্তী সরকার পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে উল্লেখ করে মুহাম্মদ ইউনূস বলেন, পর্যটন সম্ভাবনাময় অঞ্চলগুলোর পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় সংস্কৃতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সম্পদের সঠিক ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
পর্যটনশিল্পের যথাযথ বিকাশে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে আমি আশা করি, পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বেকারত্ব ও দারিদ্র্য বিমোচনের পাশাপাশি পরিবেশগত অবক্ষয় রোধে সকলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল অবদান রাখবেন।’
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।
দীর্ঘ ৯ মাস বন্ধ রাখার পর চলতি বছরের নভেম্বরে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
৫ মিনিট আগেতদন্ত ছাড়াই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে মামলা গ্রহণের বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সংঘটিত কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ মামলা করতে এলে ওসি হিসেবে আমি মামলা নিতে বাধ্য। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে অভিযুক্ত করা হবে না।
১ ঘণ্টা আগেইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজায় যাচ্ছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তাঁর স্ত্রী অধ্যাপক রেহনুমা আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, শহীদুল আলম বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। সেখান থেকে আগামীকাল রোববার ইতালি যাচ্ছেন। সেখানে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনে
৩ ঘণ্টা আগেনিহতের ভাই নুরুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে সব আলামত জব্দ করেছে। বাসার সবাইকে নজরদারির মধ্যে রেখেছে। মামলা দায়ের সম্পন্ন হলে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।'
৪ ঘণ্টা আগে