leadT1ad

রাজধানীতে বাসা থেকে ব্যাংক কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্ট্রিম প্রতিবেদক
নিহত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ১২টার পর লালবাগ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত নজরুল রাজধানীর স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখার কর্মকর্তা। স্ত্রী, দুই সন্তান, শাশুড়ি ও নিজের মা নিয়ে লালবাগ কেল্লার মোড়ে জমজম টাওয়ার সংলগ্ন একটি বাসার ৫ম তলায় থাকতেন।

আজ শনিবার সকালে লাশের ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন নিহতের মেঝ ভাই মো. নুরুল ইসলাম। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমার মা বলেছে, ছোট ভাইটা বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু কেউ তাঁকে বের হতে দেয়নি। হাসপাতালে সঠিক সময়ে নিতে পারেনি। পরে আমি ৯৯৯-এ ফোন দেই। তার আগেই বাসায় পুলিশ গেছে বলে জানতে পারি। এখন আমি থানায় এসেছি।’

তিনি স্ট্রিমকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সব আলামত জব্দ করেছে। বাসার সবাইকে নজরদারির মধ্যে রেখেছে। মামলা দায়ের সম্পন্ন হলে তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে সংবাদ পেয়ে লালবাগ থানার পুলিশ আরএনডি রোড জমজম টাওয়ারের ৫ম তলায় গিয়ে মৃতদহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ উদ্ধার করে রাত ১২টার সময় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

নজরুল খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। বর্তমানে ওই বাড়িতে ভাড়া থাকতেন। নিহতের ভাই নুরুল ইসলাম আরও জানিয়েছেন, বাসায় আমার বৃদ্ধা মা নুরজাহান বেগম, নিহতের স্ত্রী সায়মা বেগম লোভা, তার শাশুড়ি ও তাদের ছোট দুই সন্তান রয়েছেন।

নজরুলকে রুমে ঢুকে তাঁর স্ত্রী দরজা বন্ধ করে কুপিয়ে হত্যা করেছে বলে দাবি করেন নুরুল ইসলাম। তিনি বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

স্ট্রিমকে তিনি আরো বলেন, বাসায় আগে থেকেই নজরুলের শাশুড়ি থাকতেন। কিন্তু গত রমজান মাসে নিজের মাকে আনার পর থেকে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

পুলিশের উপপরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে হামলার মোটিভ ও জড়িতদের শনাক্ত করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত