leadT1ad

একজনও পাস করেনি ২০২ প্রতিষ্ঠানে, শতভাগ পাস প্রতিষ্ঠানও কমেছে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১০: ৪১
এইচএসসির ফল প্রকাশ

এবার কোনো শিক্ষার্থী পাস করেননি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০২, যা গত বছর ছিল ৬৫। অর্থাৎ গত বছরের চেয়ে এবার শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৩৭। অন্যদিকে শতভাগ পাস করেছে ৩৪৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ২০২৪ সালে শতভাগ পাস প্রতিষ্ঠান ছিল ১৩৮৮টি।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ বছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। গত বছর এ হার ছিল ৭৭ দশমিক ৭৮। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার এইচএসসিতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৩০২, মোট কেন্দ্র ছিল ২ হাজার ৮০০টি। গতবছরের তুলনায় মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৫টি, আর মোট কেন্দ্র বেড়েছে ১০৫টি।

Ad 300x250

সম্পর্কিত