leadT1ad

কুরআন অবমাননার ঘটনায় জামায়াতে ইসলামীর উদ্বেগ, অভিযুক্তকে স্থায়ী বহিষ্কার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
জামায়াতের মনোগ্রাম

পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (৬ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেছেন, ‘ধর্মগ্রন্থ অবমাননা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের প্রতি ভয়াবহ হুমকি। এমনকর্মকাণ্ড কোনোভাবেই ‘মতপ্রকাশের স্বাধীনতা’ বা ‘অসাবধানতা’ বলে আড়াল করা যায় না।’

বিবৃতিতে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করে বলেন, ‘তাদের উচিত ছিল ঘটনাটির প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক ও দৃঢ় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে।’

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত ৪ আগস্ট নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের আচরণের মাধ্যমে পবিত্র কুরআনুল কারিম অবমাননার জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানসহ শান্তিকামী সব নাগরিক গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, ‘মুসলমানগণ পবিত্র কুরআনকে নিজেদের প্রাণের চেয়েও অধিক ভালোবাসে এবং এর অবমাননা কোনো অবস্থাতেই সহ্য করতে পারে না। কেবল ইসলাম নয়- প্রত্যেক ধর্মের অনুসারী তাদের নিজ নিজ ধর্মগ্রন্থকে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় ধারণ করে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর প্রতি আইনের প্রতি আস্থার আহ্বান জানিয়ে কাউকে উসকানিতে পা না দিতে বলেছেন। শান্তিপূর্ণ ও আইনানুগ উপায়ে প্রতিবাদ জানানোর কথাও বলেছেন তিনি।

অপূর্ব পালকে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্থায়ী বহিষ্কার

পবিত্র কোরআন শরীফ অবমাননার জন্য শিক্ষার্থী অপূর্ব পালকে তাৎক্ষণিকভাবে স্থায়ী বহিষ্কার করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। গতকাল রোববার শৃংঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করার সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে।

Ad 300x250

সম্পর্কিত