leadT1ad

আজকের মধ্যে রাস্তা না ছাড়লে আইন প্রয়োগ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তা ব্লক করার অধিকার কারো নেই৷ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হবো।

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১০
আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা বন্ধ করে রেখেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, রাস্তা ব্লক করার অধিকার কারো নেই৷ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হবো।

রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দু-একটা নির্বাচন হয়ে গেল—এসব বিষয়েও একটু আলোচনা হয়েছে। পুলিশের প্রশিক্ষণ এবং আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে৷ ছিনতাই, চুরি-ডাকাতিসহ সীমান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ তবে পূজা এবং ফরিদপুরের দুইটি ইউনিয়ন নিয়ে যে সমস্যা সে বিষয়ে আলোচনা হয়েছে৷

উপদেষ্টা আরো বলেন, ফরিদপুরের এই দুই ইউনিয়নের কারণে বিভিন্ন জেলার মানুষ ভুক্তভোগী হচ্ছে৷ ফরিদপুরে দুইটা ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল, সেখান থেকে অন্য আসনে দিয়ে দেওয়া হচ্ছে৷ এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই৷ এটা নির্বাচন কমিশনের বিষয়৷ এটা নির্বাচন কমিশন করেছে৷ তাদের যুক্তি-তর্কের সবকিছু শোনার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে৷ এটা নিয়েই এলাকার লোকদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে।

উপদেষ্টা বলেন, এটা নিয়ে আসলেই যদি তাদের ক্ষোভ থাকে তাহলে সেটা প্রোপার চ্যানেলে জানানো প্রয়োজন ছিল৷ কিন্তু এটাকে কেন্দ্র করে জনভোগান্তি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়৷ এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার? অথচ তারা লাখ লাখ লোককে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হবো৷

তিনি আরও বলেন, আপনারাও চান আইন প্রয়োগের মাধ্যমে এটা ক্লিয়ার করা হোক৷ রাস্তা ব্লক করার অধিকার কারো নাই৷ তাদের দাবি থাকলে তারা প্রোপার চ্যানেলে জানাবে৷ কিন্তু রাস্তা বন্ধ করার সুযোগ নেই৷ কাউকে ছাড় দেওয়া উচিত হবে না।

Ad 300x250

সম্পর্কিত