.png)

স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ অক্টোবর খাগড়াছড়ি সদরের এক ত্রিপুরা কিশোরী মাটিরাঙায় খালাতো বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায়। রাত ১১টার দিকে বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা কালি মন্দিরে খালার সঙ্গে পূজা দেখতে যায় ওই কিশোরী। এ সময় মামলার তিন নম্বর আসামি ডেটল বাবু ত্রিপুরা (১৯) ও চার নম্বর আসামি রিমন ত্রিপুরার (২২) সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়।
পরে কৌশলে তারা ভাড়ায় মোটরসাইকেলচালক ও মামলার প্রধান আসামি রনি বিকাশ ত্রিপুরার (৩২) মোটরসাইকেল নিয়ে রিমনসহ ভুক্তভোগীকে ভারতের সীমান্তবর্তী নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তারা ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করার সময় মোটরসাইকেলের মালিক রনি বিকাশ ত্রিপুরা ও সুমন বিকাশ ত্রিপুরা ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর রনি ডেটলের কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে ভুক্তভোগীকে মোটরসাইকেলে বসিয়ে সুমনসহ রামগড় সীমান্তসংলগ্ন ধলিয়া ব্রিজের উত্তর পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে রনি বিকাশ ত্রিপুরা ও সুমন বিকাশ ত্রিপুরা ভুক্তভোগীকে ধর্ষণ করে।
এ সময় স্থানীয় লোকজন দেখতে পান, সুমন ত্রিপুরা ভুক্তভোগীকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে এবং রনি মোটরসাইকেল নিয়ে মন্দিরে ফিরে আসছে। ভুক্তভোগীর খালা তাকে খুঁজে না পেয়ে মন্দির কমিটিকে জানান, পরে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন। রনির দেওয়া তথ্যে তারা ঘটনাস্থলের পাশের রাস্তা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় পৃথক স্থানে অভিযান চালিয়ে গত দুদিনে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদি হয়ে মাটিরাঙা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার রনি বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু ত্রিপুরাকে আদালতে হাজির করলে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এছাড়া রিমন ত্রিপুরা ও সুমন বিকাশ ত্রিপুরাকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তারাও স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এছাড়া ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আদালতে তার জবানবন্দিও লিপিবদ্ধ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

খাগড়াছড়িতে ত্রিপুরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ অক্টোবর খাগড়াছড়ি সদরের এক ত্রিপুরা কিশোরী মাটিরাঙায় খালাতো বোনের শ্বশুরবাড়ি বেড়াতে যায়। রাত ১১টার দিকে বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা কালি মন্দিরে খালার সঙ্গে পূজা দেখতে যায় ওই কিশোরী। এ সময় মামলার তিন নম্বর আসামি ডেটল বাবু ত্রিপুরা (১৯) ও চার নম্বর আসামি রিমন ত্রিপুরার (২২) সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়।
পরে কৌশলে তারা ভাড়ায় মোটরসাইকেলচালক ও মামলার প্রধান আসামি রনি বিকাশ ত্রিপুরার (৩২) মোটরসাইকেল নিয়ে রিমনসহ ভুক্তভোগীকে ভারতের সীমান্তবর্তী নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে তারা ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করার সময় মোটরসাইকেলের মালিক রনি বিকাশ ত্রিপুরা ও সুমন বিকাশ ত্রিপুরা ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর রনি ডেটলের কাছ থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে ভুক্তভোগীকে মোটরসাইকেলে বসিয়ে সুমনসহ রামগড় সীমান্তসংলগ্ন ধলিয়া ব্রিজের উত্তর পাশের জঙ্গলে নিয়ে যায়। সেখানে রনি বিকাশ ত্রিপুরা ও সুমন বিকাশ ত্রিপুরা ভুক্তভোগীকে ধর্ষণ করে।
এ সময় স্থানীয় লোকজন দেখতে পান, সুমন ত্রিপুরা ভুক্তভোগীকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে এবং রনি মোটরসাইকেল নিয়ে মন্দিরে ফিরে আসছে। ভুক্তভোগীর খালা তাকে খুঁজে না পেয়ে মন্দির কমিটিকে জানান, পরে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন। রনির দেওয়া তথ্যে তারা ঘটনাস্থলের পাশের রাস্তা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় পৃথক স্থানে অভিযান চালিয়ে গত দুদিনে পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদি হয়ে মাটিরাঙা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার রনি বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু ত্রিপুরাকে আদালতে হাজির করলে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এছাড়া রিমন ত্রিপুরা ও সুমন বিকাশ ত্রিপুরাকে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে তারাও স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এছাড়া ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আদালতে তার জবানবন্দিও লিপিবদ্ধ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
.png)

সাতক্ষীরার তালায় জামায়াত ইসলামীর এক ইউনিয়ন নেতার নেতৃত্বে দুই দফায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় একটা রাস্তা সংস্কার নিয়ে বিরোধের জেরে গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে সদর ইউনিয়নের রহিমাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান পেশাগত দ্বন্দ্ব যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক।
৪১ মিনিট আগে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথমবারের মতো সরকারি পর্যায়ে (জিটুজি) গম আমদানি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে গমের প্রথম চালানবাহী ‘এমভি নরস স্ট্রাইড’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
১ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি ধীরে ধীরে আরও ঘনীভূত হয়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
৩ ঘণ্টা আগে