.png)

স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুরে আয়োজিত একটি নারী ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মান্দারতলা হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। এসময় হুড়োহুড়িতে খেলোয়াড়সহ তিনজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
মহেশপুরের মান্দারতলা হাইস্কুল মাঠে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট’ নামে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেন মান্দারতলা যুব সংঘ। খেলায় অংশ নেয় ঢাকা ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল। ম্যাচে দেশের নারী ফুটবলের পরিচিত মুখ ঈশিতা ও স্বপ্না অংশ নেন। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় মাঠে বিশৃঙ্খলা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠটি এমনিতেই ছোট, তবে দর্শকদের উপচে পড়া চাপ ছিল। খেলা শুরুর পর কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে পড়েন। এসময় মাঠের শৃঙ্খলারক্ষার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়। হাতাহাতিতে দুজন দর্শক ও এক নারী ফুটবলার আহত হয়েছেন।
খেলায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আয়োজকরা ম্যাচটি বন্ধ ঘোষণা করেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত দর্শকদের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে শনিবার দুপুরে স্ট্রিমকে বলেন, ‘মাঠে কোনো হামলার ঘটনা ঘটেনি। মূলত অতিরিক্ত দর্শকের চাপে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।’
তিনি বলেন, ‘আয়োজনকারীরা খেলার বিষয়ে আমাদের কাছ থেকে কোনো অনুমতি বা অবগত করেনি। আমরা জানতে পেরেছি খেলার মাঠটি ছোট ছিল, আর দর্শকের চাপ ছিল বেশি। যেকারণে বিশৃঙ্খলা হয়েছে। এখন থেকে উপজেলায় কোনো খেলার আয়োজন করতে হলে আমাদের কাছ থেকে অনুমতি ছাড়া আয়োজন করা যাবে না বলেও আমরা ঘোষণা দিয়েছি।’

ঝিনাইদহের মহেশপুরে আয়োজিত একটি নারী ফুটবল ম্যাচ পণ্ড হয়ে গেছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মান্দারতলা হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। এসময় হুড়োহুড়িতে খেলোয়াড়সহ তিনজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
মহেশপুরের মান্দারতলা হাইস্কুল মাঠে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্ট’ নামে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করেন মান্দারতলা যুব সংঘ। খেলায় অংশ নেয় ঢাকা ও সিরাজগঞ্জ নারী ফুটবল দল। ম্যাচে দেশের নারী ফুটবলের পরিচিত মুখ ঈশিতা ও স্বপ্না অংশ নেন। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় মাঠে বিশৃঙ্খলা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠটি এমনিতেই ছোট, তবে দর্শকদের উপচে পড়া চাপ ছিল। খেলা শুরুর পর কিছু উত্তেজিত দর্শক মাঠে ঢুকে পড়েন। এসময় মাঠের শৃঙ্খলারক্ষার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি হয়। হাতাহাতিতে দুজন দর্শক ও এক নারী ফুটবলার আহত হয়েছেন।
খেলায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে আয়োজকরা ম্যাচটি বন্ধ ঘোষণা করেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত দর্শকদের কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে শনিবার দুপুরে স্ট্রিমকে বলেন, ‘মাঠে কোনো হামলার ঘটনা ঘটেনি। মূলত অতিরিক্ত দর্শকের চাপে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।’
তিনি বলেন, ‘আয়োজনকারীরা খেলার বিষয়ে আমাদের কাছ থেকে কোনো অনুমতি বা অবগত করেনি। আমরা জানতে পেরেছি খেলার মাঠটি ছোট ছিল, আর দর্শকের চাপ ছিল বেশি। যেকারণে বিশৃঙ্খলা হয়েছে। এখন থেকে উপজেলায় কোনো খেলার আয়োজন করতে হলে আমাদের কাছ থেকে অনুমতি ছাড়া আয়োজন করা যাবে না বলেও আমরা ঘোষণা দিয়েছি।’
.png)

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি ধীরে ধীরে আরও ঘনীভূত হয়ে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
১ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ২ হাজার ৫০৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
১ ঘণ্টা আগে
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আইন কেবল নিয়মের সমষ্টি নয়, এটি একটি জাতির নৈতিক বিবেকের প্রতিফলন। ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, আর ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে।
১ ঘণ্টা আগে
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে বঙ্গোপসাগর ও দেশের নদ-নদীতে ইলিশ ধরা শুরু করবেন জেলেরা।
৪ ঘণ্টা আগে