leadT1ad

এনসিপির প্রতিনিধি দল ঐকমত্য কমিশনে যাচ্ছে শনিবার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্ট্রিম গ্রাফিক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন।

তিনি জানান, আগামীকাল শনিবার সকাল ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে (এমপি হোস্টেল, ব্লক–১) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

মুশফিক উস সালেহীন বলেন, ‘পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে। দলে থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।’

তিনি আরও বলেন, ‘মূলত জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আলোচনা হবে। এ ছাড়া এনসিপির তিন দফা দাবিও আলোচনায় উত্থাপন করা হবে।’

দলটির তিন দফা দাবি হলো—
১. সনদ বাস্তবায়নের নিয়ম ও গণভোটের প্রশ্ন আগে প্রকাশ করতে হবে;
২. প্রধান উপদেষ্টা ড. ইউনূস জনগণের ইচ্ছার ভিত্তিতে আদেশ জারি করবেন;
৩. গণভোটে জনগণ ‘হ্যাঁ’ বললে আর কারও ‘না’ চলবে না—জনগণের রায়ে তৈরি হবে বাংলাদেশের সংবিধান–২০২৬।

Ad 300x250

সম্পর্কিত