স্ট্রিম সংবাদদাতা
র্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর ছাত্র হলের (সাবেক শেখ রাসেল হল) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখা হতে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নির্দেশক্রমে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৪-এর (১) (খ) অনুযায়ী অভিযুক্ত ১৬ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- মো. তানভীর রহমান মুন, মো. আব্দুল্লাহ আল ফাহাদ, আব্দুল্লাহ আল সাঈদ, মো. আবু তালহা রনি, রাজিব শেখ, এস. এম. মাহমুদুন্নবী, মো. আবু সাইদ, জান্নাতুল আদন, আহমেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মো. মাহমুদুল হাসান ফুয়াদ, মো. আল হাসিব, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. রাকিবুল হাসান নিবিড়, মো. জাহিদুল ইসলাম এবং উশান্ত ত্রিপুরা। ১৩-১০-২০২৫ তারিখ থেকে অভিযুক্তদের সাময়িক বহিষ্কারাদেশ শুরু হবে।
এ ছাড়া র্যাগিংয়ের অভিযোগ তদন্ত করার জন্য মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে সভাপতি, সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খানকে সদস্য এবং ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফকে সদস্য-সচিব করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২১ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ২১ নং ছাত্র হলের ৪০৩ নম্বর কক্ষে নবীন শিক্ষার্থীদের (৫৪ তম আবর্তন) র্যাগ দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৩ তম আবর্তনের ওই ১৬ শিক্ষার্থী।
র্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর ছাত্র হলের (সাবেক শেখ রাসেল হল) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখা হতে প্রকাশিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নির্দেশক্রমে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮’-এর ধারা ৪-এর (১) (খ) অনুযায়ী অভিযুক্ত ১৬ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- মো. তানভীর রহমান মুন, মো. আব্দুল্লাহ আল ফাহাদ, আব্দুল্লাহ আল সাঈদ, মো. আবু তালহা রনি, রাজিব শেখ, এস. এম. মাহমুদুন্নবী, মো. আবু সাইদ, জান্নাতুল আদন, আহমেদ আরেফিন রাতুল, তাসনিমুল হাসান জুবায়ের, মো. মাহমুদুল হাসান ফুয়াদ, মো. আল হাসিব, মো. আব্দুল্লাহ আল নোমান, মো. রাকিবুল হাসান নিবিড়, মো. জাহিদুল ইসলাম এবং উশান্ত ত্রিপুরা। ১৩-১০-২০২৫ তারিখ থেকে অভিযুক্তদের সাময়িক বহিষ্কারাদেশ শুরু হবে।
এ ছাড়া র্যাগিংয়ের অভিযোগ তদন্ত করার জন্য মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামরুজ্জামানকে সভাপতি, সহকারী প্রক্টর ড. মো. আল-আমিন খানকে সদস্য এবং ডেপুটি রেজিস্ট্রার (উচ্চ শিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফকে সদস্য-সচিব করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২১ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ২১ নং ছাত্র হলের ৪০৩ নম্বর কক্ষে নবীন শিক্ষার্থীদের (৫৪ তম আবর্তন) র্যাগ দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫৩ তম আবর্তনের ওই ১৬ শিক্ষার্থী।
আসন্ন জাতীয় নির্বাচনে রংপুর বিভাগে জামায়াতে ইসলামী সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার আভাস পাওয়া গেছে। অন্যদিকে, দেশের বেশিরভাগ বিভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার প্রাধান্য বজায় রেখেছে। তবে, বরিশাল বিভাগের অধিকাংশ ভোটার জানিয়েছেন, তারা আওয়ামী লীগকে ভোট দেবেন।
৩ ঘণ্টা আগেইতালির রাজধানী রোমে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং জিবুতির প্রধানমন্ত্রী আবদেল কাদের কামিল মোহামেদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
৩ ঘণ্টা আগেজাতিসংঘ পানি কনভেনশনে বৈশ্বিক পানি ব্যবস্থাপনায় ন্যায্যতা, স্থায়িত্ব ও ন্যায়বিচার রক্ষায় সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
৩ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে তিন ফায়ার ফাইটারসহ চারজন নিহতের ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সোলাইমান (৪৮)।
৩ ঘণ্টা আগে