স্ট্রিম প্রতিবেদক
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ কয়েকটি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা।
আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছিলেন শিক্ষকেরা।
এরই অংশ হিসেবে সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছেন তাঁরা। যেমন, চুয়াডাঙ্গার ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে আজ শিক্ষকেরা উপস্থিত হলেও কোনো শ্রেণি কার্যক্রমে অংশ নেননি। বাগেরহাট জেলার বেমরতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়েও কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা।
বিদ্যালয়টির শিক্ষক গোলাম মোস্তফা স্ট্রিমকে বলেন, আমার গ্রামের বাড়ি অন্য জেলায়। এখানে বাসা ভাড়া নিয়ে থাকি। কিন্তু সরকার যে বাড়িভাড়া দেয় তা নগণ্য। তাই মূল বেতনের ২০ শতাংশের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
তবে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে শ্রেণি কার্যক্রমে অংশ নিয়েছেন শিক্ষকেরা।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও চলমান আন্দোলনের অন্যতম সংগঠক দেলওয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষকদের কর্মবিরতিতে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান স্থবির হয়ে পড়েছে। প্রায় ৯০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। আমাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে, যদি এক মাস থাকতে হয় আমরা থাকব।’
এমপিওভুক্ত শিক্ষকদের অন্য দাবির মধ্যে রয়েছে দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য মূল বেতনের ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়া।
এসব দাবিতে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন কয়েক শ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।
এর আগে, গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। তাঁরা প্রেস ক্লাবের সামনের সড়কেও অবস্থান নেন। দুপুরের দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। পরে তাঁরা শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ কয়েকটি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা।
আজ সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছিলেন শিক্ষকেরা।
এরই অংশ হিসেবে সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করেছেন তাঁরা। যেমন, চুয়াডাঙ্গার ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে আজ শিক্ষকেরা উপস্থিত হলেও কোনো শ্রেণি কার্যক্রমে অংশ নেননি। বাগেরহাট জেলার বেমরতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়েও কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা।
বিদ্যালয়টির শিক্ষক গোলাম মোস্তফা স্ট্রিমকে বলেন, আমার গ্রামের বাড়ি অন্য জেলায়। এখানে বাসা ভাড়া নিয়ে থাকি। কিন্তু সরকার যে বাড়িভাড়া দেয় তা নগণ্য। তাই মূল বেতনের ২০ শতাংশের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
তবে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে শ্রেণি কার্যক্রমে অংশ নিয়েছেন শিক্ষকেরা।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও চলমান আন্দোলনের অন্যতম সংগঠক দেলওয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষকদের কর্মবিরতিতে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান স্থবির হয়ে পড়েছে। প্রায় ৯০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। আমাদের দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে, যদি এক মাস থাকতে হয় আমরা থাকব।’
এমপিওভুক্ত শিক্ষকদের অন্য দাবির মধ্যে রয়েছে দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য মূল বেতনের ৭৫ শতাংশ উৎসব ভাতা দেওয়া।
এসব দাবিতে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন কয়েক শ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।
এর আগে, গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা। তাঁরা প্রেস ক্লাবের সামনের সড়কেও অবস্থান নেন। দুপুরের দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। পরে তাঁরা শহীদ মিনারে অবস্থান নিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।
কয়েকটি দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। সরকারের পক্ষ থেকে দাবি মেনে প্রজ্ঞাপন জারি করা না হলে আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় সচিবালয় অভিমুখে যাবেন তাঁরা।
২২ মিনিট আগেরাজধানীর শ্যামপুরে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের ছুরিকাঘাতে মো. সজিব হোসেন (৩৫) নামের এক গাড়িমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
১ ঘণ্টা আগেবোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। এ ছাড়া প্রতি লিটার পাম অয়েলের দাম ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তাঁরা। যদিও বাণিজ্য মন্ত্রণালয় থেকে তাদের এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়নি।
৩ ঘণ্টা আগেজুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশে ব্যাপক মাত্রায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
৩ ঘণ্টা আগে