leadT1ad

সিলেট-মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১৫৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১২: ২৫

নতুন করে আরও ১৫৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাল (পুশ-ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ২৪ মে শনিবার দিবাগত রাত থেকে ২৫ মে রবিবার সকাল পর্যন্ত সিলেট ও মৌলভীবাজারের সীমান্তে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।  

বিজিবির বরাতে ইউএনবির প্রতিবেদনে জানানো হয়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ও পাল্লাথল সীমান্ত দিয়ে যথাক্রমে ৭৯ ও ৪২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে । এছাড়া সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত দিয়ে পাঠানো হয় ৩২ জনকে। সীমান্ত পার হওয়ার পরপরই এদের সবাইকে আটক করে বিজিবি। 

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নজরদারি চালাবার সময় বিজিবি দেখতে পায় ভারতীয় সীমারেখা থেকে দলগতভাবে জঙ্গল ও বিলপথে বাংলাদেশে মানুষ পাঠানো হচ্ছে। এ সময় বিজিবি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সবাইকে হেফাজতে নেয়। 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সবার বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

বলা দরকার, গত ৪ মে থেকে এখন পর্যন্ত অন্তত পাঁচ শতাধিক ব্যক্তিকে ভারত থেকে ঠেলে বাংলাদেশে পাঠানো হয়েছে। ি

Ad 300x250

মৃত্যুর মুখেও গাড়ি থেকে কেউ কাউকে ছেড়ে বের হননি

ঢাবিতে যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শন: মুখোমুখি শিবির ও বামপন্থীরা

‘এই বছরেই তারেক রহমান দেশে আসবেন’

জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধে বিরোধিতার দায় স্বীকারের আহ্বান ৩২ বিশিষ্ট নাগরিকের

‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ঘোষণাপত্রে প্রতিফলিত হয়নি’, সংশোধন চায় জামায়াত

সম্পর্কিত