স্ট্রিম প্রতিবেদক
সাধারণত কোনো দেশের বাজেট প্রস্তাব হয়ে থাকে দেশটির সংসদেই। তবে এই মুহূর্তে বাংলাদেশে কোনো সংসদ ব্যবস্থা কার্যকর না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেট উপস্থাপিত হচ্ছে ভিন্ন প্রক্রিয়ায়।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) বেলা ৩টায় উপস্থাপন করেছেন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট। এই বাজেট বাংলাদেশের ৫৪তম। তবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম।
তৃতীয়বারের মত সংসদের বাইরের বাজেট
সংসদের বাইরে বাজেট প্রস্তাব অপ্রচলিত হলেও বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০০৭ ও ২০০৮ সালেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তৎকালীন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। তখনও দেশে কার্যকর ছিল না সংসদ ব্যবস্থা।
বাজেটের আকার কমেছে, গুরুত্ব পাচ্ছে স্থিতিশীলতা
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এবারের বাজেটের মূল লক্ষ্য। এজন্য বাজেটের আকার কমিয়ে ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের (২০২৪-২৫) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।
বাজেট বিতর্কের সুযোগ নেই, নাগরিক মতামত আহ্বান
সংসদ না থাকায় এবারের বাজেট নিয়ে কোনো আলোচনা বা বিতর্ক হবে না। তবে বাজেট ঘোষণার পর নাগরিকদের কাছ থেকে মতামত আহ্বান করবে অর্থ মন্ত্রণালয়। এসব মতামতের ভিত্তিতে বাজেট চূড়ান্ত করে আগামী ২৩ জুনের পর অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
বাজেট উপস্থাপনার ধারাবাহিকতা
বাংলাদেশের প্রথম বাজেট উপস্থাপন করেছিলেন তাজউদ্দিন আহমেদ, ১৯৭২-৭৩ অর্থবছরে। এবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ তাঁর প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয় ছাড়াও এই উপদেষ্টা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্বও পালন করছেন।
সাধারণত কোনো দেশের বাজেট প্রস্তাব হয়ে থাকে দেশটির সংসদেই। তবে এই মুহূর্তে বাংলাদেশে কোনো সংসদ ব্যবস্থা কার্যকর না থাকায় ২০২৫-২৬ অর্থবছরের নতুন বাজেট উপস্থাপিত হচ্ছে ভিন্ন প্রক্রিয়ায়।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার (২ জুন) বেলা ৩টায় উপস্থাপন করেছেন ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট। এই বাজেট বাংলাদেশের ৫৪তম। তবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম।
তৃতীয়বারের মত সংসদের বাইরের বাজেট
সংসদের বাইরে বাজেট প্রস্তাব অপ্রচলিত হলেও বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০০৭ ও ২০০৮ সালেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তৎকালীন অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। তখনও দেশে কার্যকর ছিল না সংসদ ব্যবস্থা।
বাজেটের আকার কমেছে, গুরুত্ব পাচ্ছে স্থিতিশীলতা
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই এবারের বাজেটের মূল লক্ষ্য। এজন্য বাজেটের আকার কমিয়ে ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের (২০২৪-২৫) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম।
বাজেট বিতর্কের সুযোগ নেই, নাগরিক মতামত আহ্বান
সংসদ না থাকায় এবারের বাজেট নিয়ে কোনো আলোচনা বা বিতর্ক হবে না। তবে বাজেট ঘোষণার পর নাগরিকদের কাছ থেকে মতামত আহ্বান করবে অর্থ মন্ত্রণালয়। এসব মতামতের ভিত্তিতে বাজেট চূড়ান্ত করে আগামী ২৩ জুনের পর অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
বাজেট উপস্থাপনার ধারাবাহিকতা
বাংলাদেশের প্রথম বাজেট উপস্থাপন করেছিলেন তাজউদ্দিন আহমেদ, ১৯৭২-৭৩ অর্থবছরে। এবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ তাঁর প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয় ছাড়াও এই উপদেষ্টা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্বও পালন করছেন।
প্রায় পাঁচ বছর আগে ঘটে যাওয়া সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের মামলায় অবশেষে চূড়ান্ত রায় দিয়েছেন দেশের উচ্চ আদালত। বহুল আলোচিত এই মামলায় হাইকোর্টের রায়ে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এবং বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক
০৬ জুন ২০২৫সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় জামায়েতে ইসলামকে পূর্বের অবস্থানে ফিরিয়ে দিয়েছে। ফলে জামায়াতের নিবন্ধন ও দলীয় প্রতীক-দাঁড়িপাল্লা পুনর্বহাল হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
০৬ জুন ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ সোমবার (২ জুন) বিকেল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হচ্ছে। কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে , জামায়াতে ইসলামী, এনসিপিসহ ৩১টি দল ও জোটকে আমন্ত্রণ জানানো হয়েছে।
০৬ জুন ২০২৫২ জুন সোমবার অন্তর্বর্তী সরকার নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করছে। এ বাজেটের উল্লেখযোগ্য দিক হলো, ‘জুলাই যোদ্ধাদের’ জন্য আয়করে বিশেষ ছাড়ের ব্যবস্থা।জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট
০৬ জুন ২০২৫