leadT1ad

পরমাণু পরীক্ষার অভিযোগ অস্বীকার চীনের, যুক্তরাষ্ট্রকেও বন্ধ রাখার আহ্বান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৯: ১৩
কয়েক দশক ধরে উত্তর কোরিয়া ছাড়া অন্য কোনও দেশ পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানা যায়নি। ছবি: সংগৃহীত।

চীন গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করে বেইজিং বলেছে, তারা দীর্ঘদিন ধরে প্রচলিত অনানুষ্ঠানিক পরমাণু পরীক্ষা স্থগিত রাখার চুক্তি লঙ্ঘন করেনি।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘চীন তার পরমাণু পরীক্ষা স্থগিত রাখার অঙ্গীকার মেনে চলেছে।’ তিনি জানান, চীন একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে অটল। দেশটি ‘প্রথমে আক্রমণ নয়’ নীতিতে বিশ্বাস করে এবং আত্মরক্ষার ওপর ভিত্তি করে পরমাণু কৌশল অনুসরণ করে।

মাও নিং আরও বলেন, বেইজিং যুক্তরাষ্ট্রকেও পরমাণু পরীক্ষার স্থগিতাদেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছে। ট্রাম্প সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে অবিলম্বে পরমাণু পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। চীন আশা করে, যুক্তরাষ্ট্র বাস্তব পদক্ষেপ নেবে যাতে বৈশ্বিক নিরস্ত্রীকরণ ও পরমাণু বিস্তাররোধ চুক্তি টিকে থাকে এবং আন্তর্জাতিক ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় থাকে।

ট্রাম্প কোনো প্রমাণ না দিয়েই এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘রাশিয়া ও চীন পরমাণু পরীক্ষা চালাচ্ছে, কিন্তু তারা সে বিষয়ে কিছু বলে না।’ তিনি যোগ করেন, ‘আমি একমাত্র দেশ হতে চাই না যে পরীক্ষা করে না।’ এ সময় তিনি উত্তর কোরিয়া ও পাকিস্তানকেও গোপন পরীক্ষা চালানো দেশ হিসেবে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্র ১৯৯২ সালের পর থেকে কোনো পরমাণু বিস্ফোরণ ঘটায়নি। গত কয়েক দশকে উত্তর কোরিয়া ছাড়া আর কোনো দেশ এমন পরীক্ষা চালিয়েছে বলে জানা যায়নি। রাশিয়া ও চীন জানায়, তারা যথাক্রমে ১৯৯০ ও ১৯৯৬ সালের পর আর কোনো পরমাণু বিস্ফোরণ করেনি। তবে গত সপ্তাহে রাশিয়া জানায়, তারা নতুন এক পারমাণবিক শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্তনিক’ এবং পারমাণবিক শক্তিচালিত ড্রোন পরীক্ষা করেছে।

ট্রাম্পের হঠাৎ করা এই ঘোষণা ঘিরে বিভ্রান্তি দেখা দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন যে, যুক্তরাষ্ট্র সামরিক পরীক্ষা শুরু করবে।

সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘আমরা অন্যান্য দেশের মতো পরমাণু অস্ত্র পরীক্ষা করব।’

তবে একই দিনে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ফক্স নিউজে বলেন, ‘যে পরীক্ষার কথা বলা হচ্ছে, তা আসলে সিস্টেম টেস্ট, কোনো পরমাণু বিস্ফোরণ নয়।’

তিনি ব্যাখ্যা করেন, ‘এগুলো “নন-ক্রিটিক্যাল এক্সপ্লোশন”। এতে পরমাণু অস্ত্রের কাঠামো ও কার্যকারিতা যাচাই করা হয়, কিন্তু প্রকৃত পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় না।’

সূত্র: আল-জাজিরা

Ad 300x250

সম্পর্কিত