leadT1ad

আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক

বড় অগ্রগতির দাবি ট্রাম্পের, উসকানি না দিতে ইউরোপকে পুতিনের হুঁশিয়ারি

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১: ৪৩
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৩: ১১
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে করমর্দন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কোনপ্রকার যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচিত আলাস্কা বৈঠক। তবে আলোচনায় ‘কিছু বড় অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। অন্যদিকে, পুতিন ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্রদের সতর্ক করে বলেছেন, তাঁরা যেন শান্তি আলোচনায় উসকানি না দেয়।

প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে দুই নেতা গণমাধ্যমে যৌথ বিবৃতি দিলেও সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি তাঁরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার অ্যাঙ্কোরেজে আলোচনায় বসে ‘কিছু বড় অগ্রগতি’ অর্জন করেছেন। তবে ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।

ট্রাম্প আরও বলেন, তিনি শিগগিরই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আলোচনার মাধ্যমে আমরা যে বোঝাপড়ায় পৌঁছেছি, তা ইউক্রেনে শান্তির পথ প্রশস্ত করবে।’

পুতিন অবশ্য সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও তাদের ইউরোপীয় মিত্ররা যেন ‘কাজে বিঘ্ন না ঘটায়’ ও ট্রাম্পের নেতৃত্বাধীন শান্তি আলোচনায় ‘উসকানি’ না দেয়।

সংবাদ সম্মেলন শেষে দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো যাওয়ার আমন্ত্রণ জানান পুতিন। তবে এ বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে রাশিয়ান বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে আলাপ দুই দেশকে একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখার সুযোগ দিয়েছে।

পেসকভ বলেন, আলোচনা আসলেই খুব ইতিবাচক ছিল। দুই প্রেসিডেন্টও এ নিয়ে কথা বলেছেন। এই আলোচনা আমাদেরকে আত্মবিশ্বাসের সঙ্গে সমাধানের পথ খুঁজে বের করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তবে ইতিবাচক কী আলোচনা হয়েছে এ বিষয়ে পেসকভ বিস্তারিত ব্যাখ্যা করেননি।

অন্যদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপের বিষয়টি তিনি আবার ভাববেন।

আলাস্কায় রুশ নেতার সঙ্গে তাঁর বৈঠক খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে দাবি করে ট্রাম্প আরও বলেন, আজ যা ঘটেছে, তার কারণে আমার মনে হয় শুল্ক নিয়ে এখন ভাবার দরকার নেই। এটা নিয়ে আমি হয়তো দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে কিছু ভাববো।

উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে একটি সমাধানে পৌঁছাতে স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৫ আগস্ট) বহুল আলোচিত এ বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Ad 300x250

সম্পর্কিত