leadT1ad

বিবিসির কাছে ১০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চান ট্রাম্প

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭: ৪৭
বিবিসির লোগো ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

অবশেষে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলায় ১০ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২২ হাজার ১৭৪ কোটি ৯০ লাখ টাকা) ক্ষতিপূরণ চেয়েছেন ট্রাম্প।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবরে প্রচারিত বিবিসির তথ্যচিত্র ‘প্যানোরামা’য় ২০০১ সালের ৬ জানুয়ারির ট্রাম্পের দেওয়া বক্তব্যের তিনটি ভিন্ন অংশ জোড়া লাগানো হয়। ভিন্ন ভিন্ন অংশ জোড়া লাগিয়ে বক্তব্যটি এমনভাবে প্রচার করা হয় যেখানে মনে হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্যাপিটল হিলে আক্রমণের জন্য সমর্থকদের উসকে দিয়েছেন।

ট্রাম্পের আইনজীবীরা বলেছিলেন, বিষয়টি মিথ্যা ও অন্যায্য। এদিকে, সম্প্রতি তথ্যচিত্রটি ‘সম্পাদনায় ভুল হয়েছে’ বলে স্বীকার করে আনুষ্ঠানিকভাবে ক্ষমাও চেয়েছিল বিবিসি।

অন্যদিকে, মামলায় বিবিসির বিরুদ্ধে ট্রাম্প অভিযোগ করেছেন, ৬ জানুয়ারির বক্তব্যের বিভিন্ন অংশ জোড়া লাগিয়ে তার মানহানি করেছে সংবাদমাধ্যমটি। তাঁর অভিযোগ, জোড়া লাগানো একটি অংশে তাঁকে সমর্থকদের উদ্দেশে বলতে শোনা গেছে, ‘কঠোর লড়াই করুন’। অথচ তথ্যচিত্রটিতে সেই অংশ বাদ দেওয়া হয়েছে, যেখানে তিনি সমর্থকদের শান্তিপূর্ণ আন্দোলন চালানোর আহ্বান করেছিলেন।

ট্রাম্প মামলায় দুটি অভিযোগ করেছেন, একটি হলো—তথ্যচিত্রটি ওইভাবে সম্পাদনা করে বিবিসি তাঁর মানহানি করেছে এবং দ্বিতীয়টি হলো এর মাধ্যমে ফ্লোরিডার একটি আইন লঙ্ঘন করা—যেটি করা প্রত্যারণামূলক এবং অনৈতিক। এই দুই অভিযোগের প্রত্যেকটির জন্য ট্রাম্প ৫ বিলিয়ন মার্কিন ডলার করে ক্ষতিপূরণ দাবি করেছেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত