leadT1ad

মার্কিন প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে যারা সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল কিনে পুতিনকে অর্থায়ন করবে, তাদের ওপরও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের ওপর মোট ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ ট্রাম্পের

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ২২: ১৫
ভারতের ওপর মোট ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প । রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার ‘.শাস্তি’ স্বরূপ এই শুল্ক আরোপ করা হয়েছে বলে জানানো হয়। ফলে ভারতকে এখন ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।

বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট এক নির্বাহী আদেশে এ ঘোষণা দেন।

মার্কিন প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে যারা সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল কিনে পুতিনকে অর্থায়ন করবে, তাদের ওপরও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

এই নতুন শুল্ক কার্যকর হওয়ার ফলে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যের আমদানির ওপর মোট শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে। যা চীনের ওপর আরোপিত শুল্কের তুলনায় ২০ শতাংশ বেশি এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, ‘ভারত ব্যবসার অংশীদার হিসাবে ভালো নয়। আমরা ২৫ শতাংশে শুল্ক আরোপে রাজি হয়েছিলাম। কিন্তু তারা যেহেতু রুশ তেল কিনছে, আমি মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি আরও বাড়ানো উচিত।’

এই শুল্ক আরোপের আগে ট্রাম্প ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তখন শুল্কহার বাড়ানোর কথাও বলেছিলেন।

গত ৩০ জুলাই ট্রাম্প ঘোষণা করেছিলেন, রাশিয়া থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, সঙ্গে থাকবে একটি 'শাস্তিমূলক শুল্ক' । তার পরিমাণ তখন স্পষ্ট করা হয়নি।

ভারতের বিরুদ্ধে ট্রাম্প কঠোর ও আপত্তিকর ব্যবসায়িক প্রতিবন্ধকতার অভিযোগ তোলেন।

Ad 300x250

সম্পর্কিত