ফেহলিঙ্গার তার পোস্টে ভারতকে ‘ভেঙে ফেলার’ আহ্বান জানান ও ভারতের বড় অংশ পাকিস্তান, বাংলাদেশ ও খালিস্তান নামে চিহ্নিত করা একটি মানচিত্র শেয়ার করেন।
স্ট্রিম ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতকে ‘ভেঙে ফেলার’ আহ্বান ও বিকৃত মানচিত্র পোস্ট করাকে কেন্দ্র করে অস্ট্রিয়ান অর্থনীতিবিদ গুন্থার ফেহলিঙ্গারের এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ফেহলিঙ্গারের একটি পোস্ট অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। পরে ইলন মাস্কের নেতৃত্বাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ভারতীয় ব্যবহারকারীদের জন্য ফেহলিঙ্গারের অ্যাকাউন্ট সীমিত করে।
এর আগে, ফেহলিঙ্গার তার পোস্টে ভারতকে ‘ভেঙে ফেলার’ আহ্বান জানান ও ভারতের বড় অংশ পাকিস্তান, বাংলাদেশ ও খালিস্তান নামে চিহ্নিত করা একটি মানচিত্র শেয়ার করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘রাশিয়ার মানুষ’ আখ্যা দিয়ে খালিস্তান আন্দোলনের প্রতিও সমর্থন জানান ফেহলিঙ্গার। ফেহলিঙ্গার লিখেন: ‘আমি ভারতকে ভেঙে ফেলে এক্স-ভারতে রূপান্তর করার আহ্বান জানাচ্ছি। নরেন্দ্র মোদি হচ্ছেন রাশিয়ার মানুষ। খালিস্তানিদের স্বাধীনতার জন্য আমাদের বন্ধুত্ব দরকার।’
ঘটনাটি ভারতের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। শিবসেনা রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী ফেহলিঙ্গারের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেন, ‘এ কেমন উন্মাদনা? এই ঘটনা অবশ্যই অস্ট্রিয়ান দূতাবাসকে জানাতে হবে।’
তবে সরকারের একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানায়, ‘এতে এত মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। তিনি একজন পাগলাটে মানুষ, কোনো সরকারি পদে নেই।’
কে এই গুন্থার ফেহলিঙ্গার?
গুন্থার ফেহলিঙ্গার একজন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ। তিনি ইউক্রেন, অস্ট্রিয়া, বসনিয়া ও কসোভোর ন্যাটো সদস্যপদ সমর্থনে গঠিত অস্ট্রিয়ান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ফেহলিঙ্গার সাউদার্ন বলকানস আঞ্চলিক অর্থনৈতিক একীভূতকরণ বোর্ডের সদস্য।
আগেও ফেহলিঙ্গার রাশিয়া ও ব্রাজিলের মতো দেশ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ফেহলিঙ্গার প্রায়ই পশ্চিমা জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ন্যাটোর প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে লক্ষ্য করে উসকানিমূলক মন্তব্য করে থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতকে ‘ভেঙে ফেলার’ আহ্বান ও বিকৃত মানচিত্র পোস্ট করাকে কেন্দ্র করে অস্ট্রিয়ান অর্থনীতিবিদ গুন্থার ফেহলিঙ্গারের এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ফেহলিঙ্গারের একটি পোস্ট অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। পরে ইলন মাস্কের নেতৃত্বাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ভারতীয় ব্যবহারকারীদের জন্য ফেহলিঙ্গারের অ্যাকাউন্ট সীমিত করে।
এর আগে, ফেহলিঙ্গার তার পোস্টে ভারতকে ‘ভেঙে ফেলার’ আহ্বান জানান ও ভারতের বড় অংশ পাকিস্তান, বাংলাদেশ ও খালিস্তান নামে চিহ্নিত করা একটি মানচিত্র শেয়ার করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘রাশিয়ার মানুষ’ আখ্যা দিয়ে খালিস্তান আন্দোলনের প্রতিও সমর্থন জানান ফেহলিঙ্গার। ফেহলিঙ্গার লিখেন: ‘আমি ভারতকে ভেঙে ফেলে এক্স-ভারতে রূপান্তর করার আহ্বান জানাচ্ছি। নরেন্দ্র মোদি হচ্ছেন রাশিয়ার মানুষ। খালিস্তানিদের স্বাধীনতার জন্য আমাদের বন্ধুত্ব দরকার।’
ঘটনাটি ভারতের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। শিবসেনা রাজ্যসভা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী ফেহলিঙ্গারের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লিখেন, ‘এ কেমন উন্মাদনা? এই ঘটনা অবশ্যই অস্ট্রিয়ান দূতাবাসকে জানাতে হবে।’
তবে সরকারের একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানায়, ‘এতে এত মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। তিনি একজন পাগলাটে মানুষ, কোনো সরকারি পদে নেই।’
কে এই গুন্থার ফেহলিঙ্গার?
গুন্থার ফেহলিঙ্গার একজন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ। তিনি ইউক্রেন, অস্ট্রিয়া, বসনিয়া ও কসোভোর ন্যাটো সদস্যপদ সমর্থনে গঠিত অস্ট্রিয়ান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ফেহলিঙ্গার সাউদার্ন বলকানস আঞ্চলিক অর্থনৈতিক একীভূতকরণ বোর্ডের সদস্য।
আগেও ফেহলিঙ্গার রাশিয়া ও ব্রাজিলের মতো দেশ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ফেহলিঙ্গার প্রায়ই পশ্চিমা জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ন্যাটোর প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে লক্ষ্য করে উসকানিমূলক মন্তব্য করে থাকেন।
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের অনুতিন চার্নভিরাকুল। গত দুই বছরে দেশটিতে এই নিয়ে তৃতীয়বারের মতো নেতৃত্বে পরিবর্তন এল।
৭ ঘণ্টা আগেথাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ‘গোপনে’ দেশ ছেড়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ব্যক্তিগত বিমানে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
১৩ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজা শহরের ৪০ শতাংশ দখলে নেওয়ার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসরায়েলের সামরিক এক মুখপাত্রের বরাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১৫ ঘণ্টা আগেবাণিজ্য শুল্ককে বেআইনি ঘোষণা করে যুক্তরাষ্ট্রের নিম্ন আদালতে দেওয়া রায় বাতিলের জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১ দিন আগে