leadT1ad

ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৯: ২৪
ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের ভূকম্পবিদ্যা সংস্থা জানিয়েছে, দেশের মিন্দানাও অঞ্চলে আজ শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, এই ভূমিকম্পের ফলে ফিলিপাইনের কিছু উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত উঁচু সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। ইন্দোনেশিয়া ও পালাউয়ের কিছু এলাকায় ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে এক মিটার পর্যন্ত বাড়তে পারে।

ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম সুনামি ঢেউ স্থানীয় সময় সকাল ১১টা ৪৩মিনিটের (০৩.৪৩ জিএমটি) আগে পৌঁছাতে পারে এবং এটি কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি দাভাও সিটির একটি হাসপাতালের বাইরে আতঙ্কে মানুষজন ছোটাছুটি করছে—সেখানে পরিস্থিতি ছিল বেশ বিশৃঙ্খল।

বিষয়:

ভূমিকম্প
Ad 300x250

সম্পর্কিত