স্ট্রিম ডেস্ক
ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর ‘প্রধানমন্ত্রী’ আহমেদ গালেব নাসের আল-রাহাওয়ি।
ইরান-সমর্থিত এ গোষ্ঠী জানায়, বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইয়েমেনের রাজধানী সানায় আঘাত হানলে আল-রাহাওয়ির সঙ্গে আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন।
এদিকে আইডিএফ জানিয়েছে, সানার পাশের এলাকায় এক সমাবেশে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়ে আল-রাহাওয়ি ও অন্যান্য হুতি নেতাদের ‘হত্যা’ করা হয়েছে।
২০১৪ সাল থেকে হুতিরা উত্তর-পশ্চিম ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণে রয়েছে। তারা সে সময় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সানা থেকে উৎখাত করে। যার ফলে সূচনা হয় এক দীর্ঘ গৃহযুদ্ধের।
হুতিরা জানিয়েছে, আল-রাহাওয়ির সঙ্গে আরও কয়েকজন হুতি মন্ত্রী নিহত হয়েছেন, যদিও অন্যদের নাম প্রকাশ করা হয়নি।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথের খবরে বলা হয়েছে, হুতিদের পররাষ্ট্রমন্ত্রীসহ বিচার, যুব ও ক্রীড়া, সামাজিক বিষয়ক এবং শ্রমমন্ত্রীও নিহত হয়েছেন আইডিএফএর হামলায়।
হুতিদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাতের দপ্তর জানিয়েছে, হামলায় আরও কয়েকজন মন্ত্রী মাঝারি ও গুরুতর আহত হয়েছেন।
দপ্তরটি আরও জানায়, হুতিদের উপপ্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহ আল-রাহাওয়ির দায়িত্ব গ্রহণ করবেন।
বিবিসির ইংরেজি সংবাদ বলছে, আল-রাহাওয়ি ২০২৪ সালের আগস্ট থেকে হুতিদের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তবে তিনি হুতিদের সামরিক অভিযানের পরিকল্পনায় যুক্ত শীর্ষ সিদ্ধান্তগ্রহণকারী ছিলেন না, বরং হুতি বিদ্রোহীগোষ্ঠীর একটি প্রতীকী মুখ হিসেবেই তাকে দেখা হতো।
শনিবার রাতে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেনের সানার পাশে এক সমাবেশ সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তারা হামলা চালায়। তবে পুরো অভিযানের বিস্তারিত তথ্য এখনো তাঁরা প্রকাশ করেনি।
ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। হুতিদের নিয়মিত লক্ষ্যবস্তু হচ্ছে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ। হুতিদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এসব অভিযান চালানো হচ্ছে।
এর জবাবে ইসরায়েলও হুতি-নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলার উদ্দেশ্য হুতিদের আক্রমণ সীমিত করা।
ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর ‘প্রধানমন্ত্রী’ আহমেদ গালেব নাসের আল-রাহাওয়ি।
ইরান-সমর্থিত এ গোষ্ঠী জানায়, বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইয়েমেনের রাজধানী সানায় আঘাত হানলে আল-রাহাওয়ির সঙ্গে আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন।
এদিকে আইডিএফ জানিয়েছে, সানার পাশের এলাকায় এক সমাবেশে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়ে আল-রাহাওয়ি ও অন্যান্য হুতি নেতাদের ‘হত্যা’ করা হয়েছে।
২০১৪ সাল থেকে হুতিরা উত্তর-পশ্চিম ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণে রয়েছে। তারা সে সময় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সানা থেকে উৎখাত করে। যার ফলে সূচনা হয় এক দীর্ঘ গৃহযুদ্ধের।
হুতিরা জানিয়েছে, আল-রাহাওয়ির সঙ্গে আরও কয়েকজন হুতি মন্ত্রী নিহত হয়েছেন, যদিও অন্যদের নাম প্রকাশ করা হয়নি।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-হাদাথের খবরে বলা হয়েছে, হুতিদের পররাষ্ট্রমন্ত্রীসহ বিচার, যুব ও ক্রীড়া, সামাজিক বিষয়ক এবং শ্রমমন্ত্রীও নিহত হয়েছেন আইডিএফএর হামলায়।
হুতিদের প্রেসিডেন্ট মাহদি আল-মাশাতের দপ্তর জানিয়েছে, হামলায় আরও কয়েকজন মন্ত্রী মাঝারি ও গুরুতর আহত হয়েছেন।
দপ্তরটি আরও জানায়, হুতিদের উপপ্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহ আল-রাহাওয়ির দায়িত্ব গ্রহণ করবেন।
বিবিসির ইংরেজি সংবাদ বলছে, আল-রাহাওয়ি ২০২৪ সালের আগস্ট থেকে হুতিদের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তবে তিনি হুতিদের সামরিক অভিযানের পরিকল্পনায় যুক্ত শীর্ষ সিদ্ধান্তগ্রহণকারী ছিলেন না, বরং হুতি বিদ্রোহীগোষ্ঠীর একটি প্রতীকী মুখ হিসেবেই তাকে দেখা হতো।
শনিবার রাতে এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইয়েমেনের সানার পাশে এক সমাবেশ সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তারা হামলা চালায়। তবে পুরো অভিযানের বিস্তারিত তথ্য এখনো তাঁরা প্রকাশ করেনি।
ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে। হুতিদের নিয়মিত লক্ষ্যবস্তু হচ্ছে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ। হুতিদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এসব অভিযান চালানো হচ্ছে।
এর জবাবে ইসরায়েলও হুতি-নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলার উদ্দেশ্য হুতিদের আক্রমণ সীমিত করা।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধেই তা ৬০০ ছড়িয়ে গেছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই এই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
৯ ঘণ্টা আগেভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে, যা ক্ষয়ক্ষতি বাড়িয়েছে। এরপর অন্তত তিনটি আফটারশক অনুভূত হয়েছে, যাদের মাত্রা ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ এর মধ্যে। এর কেন্দ্রস্থল ছিল নানগারহার প্রদেশের কুজ কুনার জেলায়। জালালাবাদের প্রায় ২৭ কিলো
১১ ঘণ্টা আগেগাজা সরকারের মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেন, ইসরায়েলি সেনাবাহিনী আবাসিক এলাকায় 'বিস্ফোরক রোবট' ব্যবহার করছে এবং গাজা শহর থেকে ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে নিচ্ছে।
১৩ ঘণ্টা আগেহামাসের সশস্ত্র শাখা কাসসাম বিগ্রেডের মুখপাত্র আবু উবায়দা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। আজ রোববার এক ফিলিস্তিনি সূত্রে আল আরাবিয়া জানিয়েছে, শনিবার পশ্চিম গাজা শহরে এক ইসরায়েলি হামলায় আবু উবায়দা নিহত হন।
১ দিন আগে