leadT1ad

রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৯: ৪৭
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেপ্তার। সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শুক্রবার তাঁকে আটক করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিক্রমাসিংহেকে শুক্রবারই রাজধানী কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে সেদিন সকালে তিনি সিআইডির কাছে সাক্ষ্য দেন।

রনিল বিক্রমাসিংহে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। তাঁর আগে গোতাবায়া রাজাপক্ষে অর্থনৈতিক সংকটজনিত গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়লে বিক্রমাসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখার জন্য তিনি প্রশংসিত হন। এর আগে তিনি নব্বইয়ের দশক থেকে শুরু করে ছয় বার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিবিসি সিনহালা জানায়, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ২৩টি বিদেশ সফরে যান। এসব সফরে প্রায় ৬০ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয় করেন।

তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের অন্যতম ২০২৩ সালে যুক্তরাজ্যে একটি যাত্রাবিরতির ঘটনা। সে সময় কিউবার জি-৭৭ সম্মেলন থেকে ফেরার পথে তিনি ইউনিভার্সিটি অব ওলভারহ্যাম্পটনের এক অনুষ্ঠানে যোগ দেন।

সিআইডির দাবি, তাঁর ওই সফর ছিল ব্যক্তিগত। কিন্তু এর ব্যয়ভার মেটানো হয় রাষ্ট্রীয় তহবিল থেকে। তবে বিক্রমাসিংহে এ অভিযোগ অস্বীকার করেছেন।

Ad 300x250

সম্পর্কিত