স্ট্রিম ডেস্ক
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শুক্রবার তাঁকে আটক করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিক্রমাসিংহেকে শুক্রবারই রাজধানী কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে সেদিন সকালে তিনি সিআইডির কাছে সাক্ষ্য দেন।
রনিল বিক্রমাসিংহে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। তাঁর আগে গোতাবায়া রাজাপক্ষে অর্থনৈতিক সংকটজনিত গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়লে বিক্রমাসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখার জন্য তিনি প্রশংসিত হন। এর আগে তিনি নব্বইয়ের দশক থেকে শুরু করে ছয় বার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিবিসি সিনহালা জানায়, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ২৩টি বিদেশ সফরে যান। এসব সফরে প্রায় ৬০ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয় করেন।
তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের অন্যতম ২০২৩ সালে যুক্তরাজ্যে একটি যাত্রাবিরতির ঘটনা। সে সময় কিউবার জি-৭৭ সম্মেলন থেকে ফেরার পথে তিনি ইউনিভার্সিটি অব ওলভারহ্যাম্পটনের এক অনুষ্ঠানে যোগ দেন।
সিআইডির দাবি, তাঁর ওই সফর ছিল ব্যক্তিগত। কিন্তু এর ব্যয়ভার মেটানো হয় রাষ্ট্রীয় তহবিল থেকে। তবে বিক্রমাসিংহে এ অভিযোগ অস্বীকার করেছেন।
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শুক্রবার তাঁকে আটক করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিক্রমাসিংহেকে শুক্রবারই রাজধানী কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। এর আগে সেদিন সকালে তিনি সিআইডির কাছে সাক্ষ্য দেন।
রনিল বিক্রমাসিংহে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। তাঁর আগে গোতাবায়া রাজাপক্ষে অর্থনৈতিক সংকটজনিত গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়লে বিক্রমাসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব নেন। দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখার জন্য তিনি প্রশংসিত হন। এর আগে তিনি নব্বইয়ের দশক থেকে শুরু করে ছয় বার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিবিসি সিনহালা জানায়, ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ২৩টি বিদেশ সফরে যান। এসব সফরে প্রায় ৬০ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয় করেন।
তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের অন্যতম ২০২৩ সালে যুক্তরাজ্যে একটি যাত্রাবিরতির ঘটনা। সে সময় কিউবার জি-৭৭ সম্মেলন থেকে ফেরার পথে তিনি ইউনিভার্সিটি অব ওলভারহ্যাম্পটনের এক অনুষ্ঠানে যোগ দেন।
সিআইডির দাবি, তাঁর ওই সফর ছিল ব্যক্তিগত। কিন্তু এর ব্যয়ভার মেটানো হয় রাষ্ট্রীয় তহবিল থেকে। তবে বিক্রমাসিংহে এ অভিযোগ অস্বীকার করেছেন।
ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ইতালির ফুটবল ম্যাচের আগে পুলিশের সঙ্গে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। উত্তর ইতালির উদিনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৫ হাজার ফিলিস্তিনপন্থির শান্তিপূর্ণ মিছিল শেষে এই সহিংসতা ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো এবার নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। আর এর প্রতিক্রিয়ায় নরওয়েতে থাকা নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। এছাড়া অস্ট্রেলিয়াস্থ দূতাবাসও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
২১ ঘণ্টা আগেমিশর, কাতার, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের নেতারা গাজা যুদ্ধবিরতি চুক্তির পক্ষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। এতে তারা ‘দীর্ঘস্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। বিবৃতিটি প্রকাশিত হয় সোমবার, মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক শান্তি সম্মেলনের পর।
২১ ঘণ্টা আগেদেশব্যাপী ছড়িয়ে পড়া জেন-বিক্ষোভ থেকে প্রাণে বাঁচতে ‘নিরাপদ স্থানে’ পালিয়ে গেছেন আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তিনি ঠিক কোথায় আশ্রয় নিয়েছেন তা এখনো পরিষ্কার না। তবে গুঞ্জন আছে তাঁকে ফ্রান্স নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। যদিও ফ্রান্স কর্তৃপক্ষ এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু
১ দিন আগে