leadT1ad

দুই বছরে তৃতীয় প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ডানপন্থী ধনকুবের অনুতিন চার্নভিরাকুল। গত দুই বছরে দেশটিতে এই নিয়ে তৃতীয়বারের মতো নেতৃত্বে পরিবর্তন এল।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) পার্লামেন্টে উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে চার্নভিরাকুল প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

আগামী চার মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে চার্নভিরাকুল এই সমর্থন লাভ করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গত আগস্টে ফোন কল ফাঁসের ঘটনায় ক্ষমতাসীন ফিউ থাই পার্টির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছিল থাইল্যান্ডের সাংবিধানিক আদালত।

অনুতিন একসময় পেতংতার্নের জোটকে সমর্থন দিয়েছিলেন। তবে এক মাস আগে প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে সীমান্তসংক্রান্ত বিরোধে পেতংতার্নের আচরণে আপত্তি প্রকাশ করে ওই সমর্থন প্রত্যাহার করেন অনুতিন।

অনুতিনের প্রধানমন্ত্রী হওয়া সিনাওয়াত্রা পরিবারে জন্য বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। ২০০১ সালে পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হন। এরপর থেকেই দেশটির রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসছে এ পরিবার।

তবে থাইল্যান্ডের জন্য অনিশ্চয়তা এখানেই শেষ নয়। নিকট অতীতেও দেশটিতে আদালতের হস্তক্ষেপ কিংবা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে একাধিক সরকার ক্ষমতাচ্যুত হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত