leadT1ad

ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে বোন, সুস্থ আছেন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ইমরান খান ও তাঁর বোন উজমা খানম। ছবি: ডন

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শারীরিকভাবে সুস্থ আছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) তাঁর সঙ্গে দেখা করার পর বোন উজমা খানম এ তথ্য জানিয়েছেন।

জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মঙ্গলবার ভাইয়ের সঙ্গে দেখা করেন উজমা খানম। সাক্ষাৎ শেষে তিনি জানান, সুস্থ থাকলেও তাঁকে মানসিক নির্যাতন করা হচ্ছে।

উজমা খান বলেন, তাঁকে (ইমরান খান) সারা দিন একটি ঘরে আটকে রাখা হয়। বাইরে বের হওয়ার সুযোগ দেওয়া হয় না, কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না।

এর আগে গত ১ ডিসেম্বর ইমরান খানের ছেলে কাসিম খান রয়টার্সকে জানান, গত তিন সপ্তাহের বেশি সময় ধরে বাবার কোনো খবর পাননি তাঁরা।

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী দাবি করেন, ২৭ অক্টোবর থেকে কেউ ইমরানের সঙ্গে দেখা করতে পারেননি।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের মৃত্যুর গুজব দ্রুত ছড়িয়ে পড়ে ।

আজ ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ করেন পিটিআই সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, দুর্নীতিসহ একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। যদিও তাঁর দাবি, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

Ad 300x250

সম্পর্কিত