leadT1ad

মেদভেদেভের মন্তব্যে ক্ষুব্ধ ট্রাম্প, রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১০: ৫৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এক্স থেকে নেওয়া

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এরই মধ্যে রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১ আগস্ট) ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, মেদভেদেভের মন্তব্য তিনি হুমকি হিসেবে নিয়েছেন এবং সেটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। সম্ভাব্য বিপদ এড়াতে যুক্তরাষ্ট্রের উপযুক্ত অঞ্চলগুলোতে সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) মেদভেদেভ বলেন, সোভিয়েত আমলের শেষ অস্ত্র এখনো মস্কোর হাতে রয়েছে। যুক্তরাষ্ট্র যেন তা ভুলে না যায়।

মেদভেদেভের এই বক্তব্যকে ভীষণ উসকানিমূলক মনে করছেন ট্রাম্প। এরপরই তিনি রাশিয়ার কাছাকাছি জায়গায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন।

বিশ্লেষকেরা মনে করছেন, মেদভেদেভ সরাসরি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন। এতে দুই দেশের মধ্যে পারমাণবিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।

Ad 300x250

বাংলাদেশি বংশোদ্ভুত দিদারুলকে হামলাকারী কে এই শেন তামুরা, কেন করেছিলেন হামলা

দ্রোহযাত্রায় সরকার পতনের দাবিতে মুছে যায় সব ভেদাভেদ

পরিবর্তনের শুরু হয়েছে, এটা একটা-দুইটা সরকারের বিষয় না: মাহফুজ আলম

১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি ব্যবসায়ীদের

রোববার শহীদ মিনারে এনসিপির সমাবেশ: ‌‘জুলাই ঘোষণাপত্র’ নিয়ে দ্বিধা

সম্পর্কিত