leadT1ad

যুক্তরাষ্ট্রের ভেটোতে আটকে গেল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব

স্ট্রিম ডেস্ক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা ভেস্তে গেল। এর আগে প্রায় দুই বছর চলা গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঁচবার ভোট হয়। সেগুলোতেও যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছিল।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কিন্তু যুক্তরাষ্ট্র পক্ষে ভোট না দেওয়ায় প্রস্তাবটি পাস হয়নি। প্রস্তাবটি পাস হলে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহে ইসরায়েলের সব নিষেধাজ্ঞাও উঠে যেত।

নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্য দেশ খসড়া এই প্রস্তাবটি প্রণয়ন করেছিল। এতে তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির পাশাপাশি হামাসসহ অন্যান্য গোষ্ঠীর হাতে বন্দি সব জিম্মিকে অবিলম্বে মর্যাপূর্ণ ও শর্তহীন মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

যুদ্ধবিরতির প্রস্তাবের ওপর ভোটের আগে জাতিসংঘে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন বলেন, ‘গাজায় নিশ্চিত দুর্ভিক্ষ হয়েছে—এটি অনুমান নয়, ঘোষণা নয়, নিশ্চিত সত্য।’

তিনি বলেন, ‘ইসরায়েল গাজা শহরে তাদের সামরিক অভিযান আরও বিস্তৃত করেছে, যা বেসামরিক ফিলিস্তিনিদের দুর্ভোগকে আরও তীব্র করেছে। এর ফলেই এই মহাবিপর্যয়কর পরিস্থিতি, এই মানবিক ও মানবিক ব্যর্থতা আমাদের আজ পদক্ষেপ নিতে বাধ্য করেছে।’

গত আগস্টে জাতিসংঘ-সমর্থিত বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) প্রথমবারের মতো স্বীকার করেছে, গাজা শহর ও আশপাশের এলাকায় দুর্ভিক্ষ চলছে এবং এটি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

জাতিসংঘে মিত্র ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র সবসময় তৎপর। তবে গত সপ্তাহে ইসরায়েল ইস্যুতে ঐতিহ্যের বাইরে গিয়ে যুক্তরাষ্ট্রকে বিরল এক পদক্ষেপ নিতে দেখা যায়। দেশটি কাতারে সাম্প্রতিক হামলার নিন্দা করে দেওয়া নিরাপত্তা পরিষদের এক বিবৃতিকে সমর্থন করে। যদিও বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ ছিল না। তবে গতকালের ভেটো প্রমাণ করে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলকে কূটনৈতিক সুরক্ষা দিল।

ভোটের আগে যুক্তরাষ্ট্রের কূটনীতিক মরগান অর্টাগাস নিরাপত্তা পরিষদকে বলেন, ‘এই যুদ্ধ শুরু ও অব্যাহত রাখার জন্য হামাস দায়ী। ইসরায়েল যুদ্ধ শেষ করার শর্ত মেনে নিয়েছে, কিন্তু হামাস তা নাকচ করছে। জিম্মিদের মুক্তি দিয়ে হামাস অস্ত্র তুলে রাখলেই যুদ্ধ আজই শেষ হতে পারে।’

কাতারে হামলা নিয়ে নিরাপত্তা পরিষদের বিবৃতিতে ইসরায়েল ক্ষুব্ধ ছিল। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দানন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘কাতার হামলার নিন্দা আমাদের পছন্দ হয়নি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাত্রা এতই উচ্চ যে আমরা এটি মেনে নিতে পেরেছি।’

Ad 300x250

সম্পর্কিত