leadT1ad

যুক্তরাজ্যে ১৬ বছর বয়সেই দেওয়া যাবে ভোট

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৮: ৩৪
যুক্তরাজ্যে ১৬ বছর বয়সেই দেওয়া যাবে ভোট। সংগৃহীত ছবি

সরকারি পরিকল্পনা অনুযায়ী ১৬ ও ১৭ বছর বয়সী যুক্তরাজ্যের নাগরিকেরা আগামী সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবে।

যুক্তরাজ্যের নতুন নির্বাচনী বিলের অংশ হিসেবে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে যুক্তরাজ্যে জারি করা ব্যাংক কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে অন্তর্ভুক্ত করা, স্বয়ংক্রিয় ভোটার নিবন্ধনের দিকে অগ্রসর হওয়া এবং বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা পেতে রাজনৈতিক অনুদানের নিয়ম কঠোর করা।

স্কটল্যান্ড ও ওয়েলসে স্থানীয় পরিষদ নির্বাচনে এবং স্কটিশ পার্লামেন্ট ও সেনেড নির্বাচনে ভোটের ন্যূনতম বয়স ইতোমধ্যেই ১৬ করা হয়েছে।

তবে ইউকে পার্লামেন্টের জন্য ইংল্যান্ডে স্থানীয় নির্বাচন এবং উত্তর আয়ারল্যান্ডের সব নির্বাচনের জন্য ন্যূনতম বয়স এখনো ১৮।

যুক্তরাজ্যজুড়ে ভোটের বয়সসীমা ১৬ বছরে নামিয়ে আনা হলে, এটি হবে ভোটার কাঠামোয় সবচেয়ে বড় পরিবর্তন, যা সর্বশেষ ১৯৬৯ সালে ২১ থেকে ১৮ করা হয়েছিল।

Ad 300x250

সম্পর্কিত