স্ট্রিম ডেস্ক
নিজের দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাঙন ঠেকাতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গত জুলাই মাসের উচ্চকক্ষ নির্বাচনে ভয়াবহ পরাজয়ের পর দলীয় চাপের মুখে ৬৮ বছর বয়সী ইশিবা এমন সিদ্ধান্ত নিলেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন বলেও জানিয়েছেন।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে শিগেরু ইশিবা বলেন, জুলাই মাসের সংসদ নির্বাচনে পরাজয়ের পর তাঁর দলের অনুরোধে মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শিগগিরই তাঁর দল জরুরি নেতৃত্ব নির্বাচন করবে।
জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, দলীয় ভাঙন এড়াতেই ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে আসাহি শিম্বুন পত্রিকা বলেছে, ক্রমবর্ধমান চাপ সহ্য করতে না পেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১২ সালে শিনজো আবের হাত ধরে এই মেয়াদে ক্ষমতায় আসার পর এলডিপির টানা শাসনামলে শিগেরু ইশিবা চতুর্থ প্রধানমন্ত্রী। তবে তাঁর নেতৃত্বে ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠন করলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি লিবারেল ডেমোক্রেটরা। বাধ্য হয়ে জোট সরকার গঠন করতে হয়েছে।
জোট সরকার ক্ষমতায় আসার এক বছরের মাথাতেই জাপানে জীবনযাত্রার ব্যয় মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এরফলে দেশটির জনসাধারণের মাঝেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার ফলে গত জুলাইয়ে অনুষ্ঠিত সংসদের উচ্চকক্ষেও ২৪৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় এলডিপি। এর মধ্যদিয়ে সংসদের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইশিবার দল। এমন ভরাডুবি নিয়ে দলের মধ্যে নানান তিক্ততা শুরু হয়েছে।
অবশ্য এর আগ পর্যন্ত ইশিবা বারবার পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে আসছিলেন। ইশিবা দাবি করে আসছিলেন, তার পদত্যাগ জাপানকে দেশে-বিদেশে রাজনৈতিক অচলাবস্থায় ফেলবে।
নিজের দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাঙন ঠেকাতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গত জুলাই মাসের উচ্চকক্ষ নির্বাচনে ভয়াবহ পরাজয়ের পর দলীয় চাপের মুখে ৬৮ বছর বয়সী ইশিবা এমন সিদ্ধান্ত নিলেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন বলেও জানিয়েছেন।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে শিগেরু ইশিবা বলেন, জুলাই মাসের সংসদ নির্বাচনে পরাজয়ের পর তাঁর দলের অনুরোধে মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শিগগিরই তাঁর দল জরুরি নেতৃত্ব নির্বাচন করবে।
জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, দলীয় ভাঙন এড়াতেই ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে আসাহি শিম্বুন পত্রিকা বলেছে, ক্রমবর্ধমান চাপ সহ্য করতে না পেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০১২ সালে শিনজো আবের হাত ধরে এই মেয়াদে ক্ষমতায় আসার পর এলডিপির টানা শাসনামলে শিগেরু ইশিবা চতুর্থ প্রধানমন্ত্রী। তবে তাঁর নেতৃত্বে ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠন করলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি লিবারেল ডেমোক্রেটরা। বাধ্য হয়ে জোট সরকার গঠন করতে হয়েছে।
জোট সরকার ক্ষমতায় আসার এক বছরের মাথাতেই জাপানে জীবনযাত্রার ব্যয় মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এরফলে দেশটির জনসাধারণের মাঝেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার ফলে গত জুলাইয়ে অনুষ্ঠিত সংসদের উচ্চকক্ষেও ২৪৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় এলডিপি। এর মধ্যদিয়ে সংসদের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইশিবার দল। এমন ভরাডুবি নিয়ে দলের মধ্যে নানান তিক্ততা শুরু হয়েছে।
অবশ্য এর আগ পর্যন্ত ইশিবা বারবার পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে আসছিলেন। ইশিবা দাবি করে আসছিলেন, তার পদত্যাগ জাপানকে দেশে-বিদেশে রাজনৈতিক অচলাবস্থায় ফেলবে।
এই রদবদলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট্টে কুপারকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদে নিয়োগ পেয়েছেন লেবার পার্টির সদস্য ও বিচারমন্ত্রী শাবানা মাহমুদ। তিনি ব্রিটেনের প্রথম মুসলিম নারী স্বরাষ্ট্রমন্ত্রী।
৫ ঘণ্টা আগেরাশিয়া ও ইউক্রেনের মধ্যে কোনো শান্তিচুক্তি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের ভেতরে প্রস্তাবিত বিশাল বাফার জোন পর্যবেক্ষণের নেতৃত্ব পেতে পারে। রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে সুরক্ষিত রাখার একটি উপায় হিসেবে এই বাফার জোনের পরিকল্পনা করা হচ্ছে।
২ দিন আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এবার পড়েছেন আরেক মার্ক জাকারবার্গের ঝামেলায়। মার্ক জাকারবার্গের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আইনজীবী মার্ক জাকারবার্গ একটি মামলা করেছেন।
২ দিন আগেআগেও ফেহলিঙ্গার রাশিয়া ও ব্রাজিলের মতো দেশ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। ফেহলিঙ্গার প্রায়ই পশ্চিমা জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ন্যাটোর প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে লক্ষ্য করে উসকানিমূলক মন্তব্য করে থাকেন।
৩ দিন আগে