leadT1ad

দলের ভাঙন ঠেকাতে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪৪
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪৬
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ছবি: রয়টার্স

নিজের দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাঙন ঠেকাতে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গত জুলাই মাসের উচ্চকক্ষ নির্বাচনে ভয়াবহ পরাজয়ের পর দলীয় চাপের মুখে ৬৮ বছর বয়সী ইশিবা এমন সিদ্ধান্ত নিলেন। তবে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন বলেও জানিয়েছেন।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে শিগেরু ইশিবা বলেন, জুলাই মাসের সংসদ নির্বাচনে পরাজয়ের পর তাঁর দলের অনুরোধে মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শিগগিরই তাঁর দল জরুরি নেতৃত্ব নির্বাচন করবে।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, দলীয় ভাঙন এড়াতেই ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে আসাহি শিম্বুন পত্রিকা বলেছে, ক্রমবর্ধমান চাপ সহ্য করতে না পেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১২ সালে শিনজো আবের হাত ধরে এই মেয়াদে ক্ষমতায় আসার পর এলডিপির টানা শাসনামলে শিগেরু ইশিবা চতুর্থ প্রধানমন্ত্রী। তবে তাঁর নেতৃত্বে ২০২৪ সালের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠন করলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি লিবারেল ডেমোক্রেটরা। বাধ্য হয়ে জোট সরকার গঠন করতে হয়েছে।

জোট সরকার ক্ষমতায় আসার এক বছরের মাথাতেই জাপানে জীবনযাত্রার ব্যয় মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এরফলে দেশটির জনসাধারণের মাঝেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। যার ফলে গত জুলাইয়ে অনুষ্ঠিত সংসদের উচ্চকক্ষেও ২৪৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয় এলডিপি। এর মধ্যদিয়ে সংসদের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইশিবার দল। এমন ভরাডুবি নিয়ে দলের মধ্যে নানান তিক্ততা শুরু হয়েছে।

অবশ্য এর আগ পর্যন্ত ইশিবা বারবার পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে আসছিলেন। ইশিবা দাবি করে আসছিলেন, তার পদত্যাগ জাপানকে দেশে-বিদেশে রাজনৈতিক অচলাবস্থায় ফেলবে।

Ad 300x250

সম্পর্কিত