leadT1ad

দামেস্কে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৩, আহত ২৫

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১৮: ৪১
মানচিত্রে সিরিয়া ও দখলদার ইসরায়েল। ছবি: আল-জাজিরা

সিরিয়ার রাজধানী দামেস্কের গ্রামাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীর নতুন করে চালানো আগ্রাসন ও হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ নভেম্বর) ভোররাতে চালানো এই অভিযানে স্থানীয় লোকজনের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও আহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাতে এসব তথ্য জানা গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শুক্রবার ভোরে বেইত জিন্ন শহরে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। ইসরায়েলি ড্রোনগুলো এখনো ওই এলাকার আকাশে চক্কর দিচ্ছে এবং কোনো নড়াচড়া দেখলেই হামলা চালাচ্ছে। ফলে সিরিয়ান সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দলগুলো আহত ব্যক্তিদের উদ্ধারে বেইত জিন্ন শহরে প্রবেশ করতে পারছে না বলে জানিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বেইত জিন্ন শহরে ইসরায়েলি টহল দলের এই হামলাকে ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ব্যর্থ অনুপ্রবেশের পর বেইত জিন্ন শহরে দখলদার বাহিনীর নৃশংস ও ইচ্ছাকৃত গোলাবর্ষণ পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধের শামিল। স্থানীয় সূত্র ও আল জাজিরা নিশ্চিত করেছে যে ইসরায়েলি বাহিনী শহরে প্রবেশের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, বেইত জিন্নে প্রবেশ করা একটি ইসরায়েলি দল স্থানীয় লোকজনের ঘেরাওয়ের মুখে পড়েছিল। তাদের উদ্ধার ও প্রত্যাহার সম্পন্ন করতে বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ করা হয়, যার ফলে এই বেসামরিক প্রাণহানি ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে স্বীকার করেছে, গুলিবিনিময়ে তাদের ছয়জন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তারা দাবি করেছে, অভিযান সম্পন্ন হয়েছে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তার বা নির্মূল করা হয়েছে।

তবে আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভেদ জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় হিজবুল্লাহ বা কোনো মিলিশিয়ার উপস্থিতি নেই; তারা মূলত কৃষক ও পশুপালক। উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি দখলদারত্ব সম্প্রসারণের ফলে এ ধরনের সহিংস অভিযান বেড়েছে।

Ad 300x250

সম্পর্কিত