leadT1ad

জাতিসংঘের বৈঠকে যেতে ফিলিস্তিনি নেতাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১: ১২
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি: সংগৃহীত

আগামী মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক। এই বৈঠকে অংশ নিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। আব্বাস ছাড়া আরও ৮০ ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা প্রত্যাখ্যান বা বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফিলিস্তিনি এই কর্মকর্তাদের বিরুদ্ধে ‘শান্তি প্রচেষ্টা ব্যাহত করা’ এবং ‘একটি অনুমাননির্ভর ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাওয়ার’ অভিযোগ তুলেছেন ।

এদিকে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। যদিও বিষয়টি অস্বাভাবিক। কারণ জাতিসংঘের সদরদপ্তর পরিদর্শনে বিশ্বের সব দেশের কর্মকর্তাদের ভ্রমণে সুবিধা দেবে যুক্তরাষ্ট্র, এমনটাই আশা করা হচ্ছে।

অন্যদিকে, এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ফ্রান্স জাতিসংঘের অনুষ্ঠিতব্য ওই অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। তবে ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে।

Ad 300x250

সম্পর্কিত