leadT1ad

ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৮: ০৬
প্রতীকী ছবি

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সশস্ত্র হামলার দায়ে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’র ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আজ শনিবার ইরানের বিচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানের বিচার বিভাগ তাদের মিজান ওয়েবসাইটে জানিয়েছে, ছয়জন ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী’র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তারা খুজেস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে সশস্ত্র হামলা, বিশেষ করে বোমা হামলা চালিয়েছিল। আজ ভোরে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পরিচয় ও তাঁদের গ্রেপ্তারের সময় তাৎক্ষণিকভাবে দেশটির সরকার জানায়নি।

মিজান ওয়েবসাইটে জানানো হয়েছে, দণ্ডপ্রাপ্তরা এর আগে ২০১৮ ও ২০১৯ সালে দুই পুলিশ কর্মকর্তা এবং আধাসামরিক বাহিনী বাসিজের দুই সদস্যসহ চারজন নিরাপত্তা কর্মীকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বোমা তৈরি ও সেগুলো স্থাপন করা, খোররামশাহর গ্যাস স্টেশন উড়িয়ে দেওয়ার মতো নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়নের কথা স্বীকার করেছে দণ্ডপ্রাপ্তরা।

Ad 300x250

সম্পর্কিত