leadT1ad

গাজায় দুই দিক থেকে ইসরায়েল বাহিনীর অগ্রযাত্রা, নিহত ৪০

আকাশ থেকে হামলা আর বিস্ফোরকভর্তি ‘রোবট’-এর আঘাত থেকে প্রাণ বাঁচাতে মানুষ দৌড়াচ্ছে, গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্রে 'লাইফলাইন' ভেঙে পড়ছে।

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৪৮
উচ্ছেদ হওয়া ফিলিস্তিনিরা ১৮ সেপ্টেম্বর রাতে গাজা থেকে পালিয়ে উপকূলীয় আল–রাশিদ সড়ক ধরে দক্ষিণমুখী দীর্ঘ যাত্রায় নামেন। ছবি: আবদেল করিম, এপি

ইসরায়েলি সেনারা দুই দিক থেকে গাজা নগরীর কেন্দ্রে ঢুকছে, স্থানীয়দের মাঝখানে ফেলে উপকূলের দিকে ঠেলে দিচ্ছে—এভাবেই নগরীর সবচেয়ে বড় কেন্দ্র থেকে মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পদাতিক, ট্যাংক ও কামানবাহিনী বিমানবাহিনীর সহায়তায় শহরের ভেতরের দিকে এগোচ্ছে, মূলত হামাসের ওপর চাপ বাড়ানোর কৌশল হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আল–জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, ইসরায়েলি সেনারা উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছে, ফলে 'মানুষ মাঝখানে স্যান্ডউইচ হয়ে পড়ছে' এবং তাদের শহরের পশ্চিম দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

আল–জাজিরার সাংবাদিক হানি মাহমুদ আরও জানান, 'অতিরিক্ত ভিড় থাকা মহল্লাগুলোতে হামলার কারণে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। মানুষকে সত্যি সত্যি প্রাণ নিয়ে পালাতে হচ্ছে। এখন আমরা ঢেউয়ের মতো মানুষের সেই দৌড় দেখতে পাচ্ছি।'

গাজা নগরীর বাসিন্দারা আল–জাজিরাকে বলেছেন, টানা হামলা চলছে—ড্রোন ও যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ ছাড়াও রিমোট কনট্রোল 'রোবট' ব্যবহার করা হচ্ছে। এসব চালকবিহীন যানবাহনে বিস্ফোরক বোঝাই করে রাখা হয়, যা দিয়ে শহরের ভেতরের মহল্লাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

এদিকে আল–জাজিরা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার শুধু গাজা নগরীতেই অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত