leadT1ad

অচলাবস্থার মুখে যুক্তরাষ্ট্র সরকার

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৪: ০৮
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ক্যাপিটল ভবন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রশাসনের ব্যয় সংক্রান্ত বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একমত হতে পারেননি। তাই অর্থ বছরের শেষ দিনে বিলটি পাস হয়নি। এতে দেশটির কেন্দ্রীয় সরকারের আংশিক শাটডাউন (অচল) হয়ে পড়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টার মধ্যে অস্থায়ী ব্যয় সংক্রান্ত ওই বিল পাস হতে হতো। কিন্তু ওই পর্যন্ত এই ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হন দুই দলের আইনপ্রণেতারা। এতে কেন্দ্রীয় সরকারে অচলাবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে। খবর বিবিসির।

এদিকে, বিলটি পাস না হওয়ায় জরুরি খাত যেমন—সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাজ চালু থাবকবে। যদিও তারা আপাতত কোনো বেতন পাবেন না। এছাড়া, অপ্রয়োজনীয় খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ‍ু

এর আগে ১৯৮০ সালের পর থেকে এখন পর্যন্ত অন্তত ডজনেরও বেশি বার বিল পাস করতে না পারায় দেশটির কেন্দ্রীয় সরকারের কার্যক্রম আংশিক অচল হয়েছিল। অন্যদিকে, এবারের শাটডাউনের সময় সরকারি খাতের আকার উল্লেখযোগ্য হারে ছোট করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আগের শাটডাউনগুলোর তুলনায় এবার বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে শঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প হমকি দিয়েছিলেন, তিনি এই শাটডাউনকে কাজে লাগিয়ে এমন পদক্ষেপ নিতে পারেন যা ডেমোক্র্যাটদের জন্য ‘খারাপ’ হবে।

তিনি বলেন, ‘আমরা শাটডাউনের সময় এমন কিছু করতে পারি যা অপরিবর্তনীয়, যা তাদের (ডেমোক্র্যাট) জন্য খারাপ এবং তাদের মাধ্যমে তা অপরিবর্তনীয়। যেমন বিপুল সংখ্যক মানুষকে ছাঁটাই করা, তাদের পছন্দের জিনিসগুলি বাদ দেওয়া এবং তাদের পছন্দের কর্মসূচিগুলো বাদ দেওয়া। সরকারের শাটডাউনের ফলে “অনেক ভালো কিছু” আসতে পারে।’

২০১৮ সালের পর এই প্রথম তহবিল ঘাটতি দেখা গেল। এর অর্থ হলো অপ্রয়োজনীয় বিবেচিত কিছু সরকারি পরিষেবা বন্ধ হয়ে যাবে। এসবের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ এবং ছোট ব্যবসার জন্য ঋণ অনুমোদন। তবে সামাজিক নিরাপত্তা এবং খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

Ad 300x250

সম্পর্কিত