leadT1ad

ওমরাহ পালনে ইচ্ছুকদের সুখবর দিল সৌদি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ১১: ৪৩
ভিসা থাকলেই করা যাবে ওমরাহ। ছবি: সংগৃহীত

এখন থেকে যেকোনো ধরনের ভিসা নিয়ে সৌদি আরবে অবস্থানকালে পবিত্র ওমরা পালন করতে পারবেন মুসলিমরা। দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, ব্যক্তিগত, পারিবারিক, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রম এবং অন্যান্য ধরনের ভিসাধারীরা নতুন এ সুবিধা পাবেন। সারা বিশ্ব থেকে আসা মুসলিমদের ওমরা পালন আরও সহজ ও স্বস্তিদায়ক করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়া, এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে হজযাত্রীদের জন্য প্রক্রিয়া সহজতর করা এবং হজ ও ওমরাহ ব্যবস্থায় প্রদত্ত পরিষেবার সুবিধা বাড়ানোর প্রচেষ্টার অংশ।

বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, সরাসরি ওমরাহ পালনে ইচ্ছুক মুসলিমদের জন্য সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিরা সহজে নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে এবং ওমরাহর ‘অনুমতিপত্র’ সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি সমন্বিত এ ডিজিটাল সেবাব্যবস্থায় ব্যবহারকারীরা পছন্দের সেবা বেছে নিতে এবং সময় নির্ধারণ করতে পারবেন।

Ad 300x250

সম্পর্কিত