উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি। আজ (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত মাইলস্টোন কলেজের অন্তত দুইজন শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানা গেছে।

কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ছে এআই দিয়ে তৈরি একাধিক ছবি। এসব ছবি দিয়ে মূল পরিস্থিতিতে অতিরঞ্জিত করে প্রচারের প্রবণতা লক্ষ্য করা গেছে।

কৃত্রিম ছবি শনাক্ত করার একাধিক টুল (হাইভ মডারেশন, সাইটইঞ্জিন) ব্যবহার করে দেখা যায়, ছবিগুলোর কোনোটি ৯৯ শতাংশ আবার কোনোটি ৯১ দশমকি ৩ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।



রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি ছবি। আজ (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত মাইলস্টোন কলেজের অন্তত দুইজন শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানা গেছে।

কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ছে এআই দিয়ে তৈরি একাধিক ছবি। এসব ছবি দিয়ে মূল পরিস্থিতিতে অতিরঞ্জিত করে প্রচারের প্রবণতা লক্ষ্য করা গেছে।

কৃত্রিম ছবি শনাক্ত করার একাধিক টুল (হাইভ মডারেশন, সাইটইঞ্জিন) ব্যবহার করে দেখা যায়, ছবিগুলোর কোনোটি ৯৯ শতাংশ আবার কোনোটি ৯১ দশমকি ৩ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।



ছড়িয়ে পড়া ওই সরকারি নথিতে দাবি করা হয়, পিটার হাস ৫ আগস্ট (মঙ্গলবার) বিমানবন্দরের 'দোলনচাঁপা' ভিআইপি লাউঞ্জ ব্যবহার করেছিলেন। তবে বুধবার প্রকাশিত এক বিশ্লেষণে ডিসমিসল্যাব জানায়, নথিটিতে থাকা একাধিক তথ্য অসঙ্গতিপূর্ণ এবং বিভ্রান্তিকর।
০৬ আগস্ট ২০২৫সম্প্রতি একজন বোরকা পরা নারীকে নির্যাতন করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেশ কিছু ভিডিওর ক্যাপশন ও থাম্ব টাইটেলে দাবি করা হয়, এটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় অফিসে নারী নির্যাতনের ঘটনা। স্ট্রিমের অনুসন্ধানের দেখা যায়, ভিডিওটি এনসিপি কার্যালয়ের নয়।
৩১ জুলাই ২০২৫
এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ভিডিওটির ভিউ ১০ লাখ ছাড়িয়েছে। বেশ নিখুঁত হওয়ায় ভিডিওটি বিশ্বাসযোগ্য হয়েছে নেটিজেনদের কাছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিজেদের টাইমলাইনে শেয়ার দিয়েছেন ভিডিওটি। বাদ যাননি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও।
২৪ জুলাই ২০২৫
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ভিডিও ছড়িয়ে পড়েছে।
২১ জুলাই ২০২৫